মোঃমানিক তালুকদার-কালকিনি & ডাসার উপজেলা প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি একটি বাস কাউন্টারে টিকিট কাটতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় পোশাক শ্রমিকসহ ৩ জন যাত্রী আহত হয়েছে। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আজ মঙ্গলবার সকালে পৌর এলাকার ভুরঘাটা বাস স্টান্ডের যমুনা লাইন পরিবহনের কাউন্টারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও হাসপাতাল সুত্রে জানাগেছে, পৌর এলাকার পশ্চিম মিনাজদী গ্রামের পোশাক শ্রমিক শহিদুল তালুকদা, ইমন সরদার ও জিহাদ তালুকদার ঢাকা যাওয়ার জন্য কাউন্টারে টিকিট কাটতে যায়। এ সময় তাদেরকে ভালো মানের বাসের টিকিট না দিয়ে নিন্মমানের বাসের টিকিটের কথা বলে কাউন্টার কর্তৃপক্ষ। এ নিয়ে ওই বাস যাত্রীর সঙ্গে কাউন্টার কর্তৃপক্ষের তর্কবিতর্ক হয়। এক পর্যায় ওই কাউন্টারে বসে হঠাৎ করে বাস যাত্রী তিনজনক পেছন থেকে বেদম মারধর শুরু করে দুর্বৃত্তরা। এতে আহত হন পোশাক শ্রমিক শহিদুল তালুকদা(৩২), ইমন সরদার ও জিহাদ তালুকদার। পরে তাদেরকে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শহিদুল তালুকদার বলেন, আমাদেরকে বিনা অপরাধে মারধর করেছে যমুনা লাইন কাউন্টারের লোকজন। আমরা কালকিনি থানায় মামলা করবো।
তবে এ বিষয় জানতে চাইলে কাউন্টার কর্তৃপক্ষ এড়িয়ে যান।
২২ দিন ৪ ঘন্টা ১১ মিনিট আগে
৩৯ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে
৮৪ দিন ২৫ মিনিট আগে
৮৭ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে
৮৯ দিন ৪ ঘন্টা ৮ মিনিট আগে
১০৩ দিন ৯ ঘন্টা ২৪ মিনিট আগে
১০৫ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে