মায়ের হাতের দুধের বাটি
ঘর বিছানো শীতলপাটি
পরাণটারে দিতো কত সুখ!
সেই সব কথা ভাইবা এখন
পাই যে মনে দুখ।
চাঁদনী রাতে জোসনা ভরা
ঝলমলানি আলোই
দাদীর হাতের নাড়ু, মুড়কী
গল্প জমত ভালোই,
আঙিনাতে গাঁথা স্বপন
উঠান ভরা আশায়
জীবন খানি ভরা ছিল
শুধু ভালোবাসায়।
খুঁজি সেই দিন কল্পনাতে
আঁকি ছবি জল্পনাতে
মায়া ছাড়া ছায়া যেনো
সবটুকু রোদ্দুর
সময়ের এই বেলাভূমে
অচিন সমুদ্দুর।
জীবনরে-
তোর দরিয়ায় এত জোয়ার
নানান রূপে হয় সে সোয়ার,
ছোট্ট এই দু'নয়নে
রাখছ বন্দী তারে,
উঠলে তুফান অশ্রু হইয়া
উপছে ওঠে পাড়ে।
১ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৮ দিন ১৪ ঘন্টা ১৭ মিনিট আগে
১৯ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৯ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
২৩ দিন ১৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৪ দিন ১২ ঘন্টা ১২ মিনিট আগে
২৪ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে
৩৬ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে