গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারিবারিক কলহের জের ধরে বাবার ইটের আঘাতে খুন হয়েছে ছেলে জিয়ারুল (৪০)। ঘটনাটি ঘটেছে (রবিবার) সকাল আনুমানিক সারে ৬টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের ফুলবাড়ী বুরিন্দা পাড়া গ্রামে ।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, উপজেলার রাধানগর ইউনিয়নের ফুলবাড়ী বুরিন্দা পাড়া গ্রামের জিয়ারুল তার বাবা জয়নুদ্দিনের কাছে জমি ক্রয় বাবদ ৪৩ হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে পিতা জয়নুদ্দিন তার ছেলে জিয়ারুলের পেটের নীচে বাম পাশে ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবং পিতা জয়নুদ্দিনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় নিয়মিত মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।
২৫ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে
২৫ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৬ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে
২৬ দিন ৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৩০ দিন ৯ ঘন্টা ১ মিনিট আগে
৩৪৭ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩৬৮ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪০৮ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে