বগুড়া শাজাহানপুরের মা'দ'কাস'ক্ত ও সচেতনরা মাদকের বিরুদ্ধে শপথ গ্রহন করেছেন।
উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী নজরুল ইসলাম কাজীনুরের ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার (২২ শে এপ্রিল) বেলা ১২ ঘটিকায় উপজেলার দুরুলিয়া গ্রামে মা'দ'কসে'বী ও সাধারণ লোকজন এ শপথ গ্রহন করেন।
এসময় ঐ গ্ৰামের মা'দ'কাস'ক্তরা মা'দ'ক ছেড়ে স্বাভাবিক জীবনে আসার প্রতিশ্রুতি করেন।
এর আগে বেলা ১১.০০ ঘটিকায় দুরুলিয়া কাজি নূরের সার্বিক সহযোগিতায় শামছুর রহমান নামে এক কারবারিকে মা'দ'ক সহ থানা পুলিশের কাছে তুলে দেন এলাকাবাসী।
এ সময় সেবনকারীরা তাদের বক্তবে বলেন,যাদের ঘরে মা'দ'কাস'ক্ত আছে তাদের দুঃখ-কষ্ট তারাই বোঝেন। একজন মাদ'কাসক্ত পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মা'দ'ককে না বলার প্রত্যয় নিয়ে নিজের অবস্থান থেকে নিজেই যদি পরিবর্তন হই তাহলে পরিবারকে, সমাজকে, দেশকে সঠিক ও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারব।
১ দিন ৩৭ মিনিট আগে
১ দিন ৪২ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ৮ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে
৩ দিন ২ ঘন্টা ১২ মিনিট আগে
৪ দিন ১৪ ঘন্টা ৩ মিনিট আগে