বগুড়ায় দিন দিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দফায় দফায় বাড়িয়ে বাজার অস্থিরতা। জরুরি পণ্যগুলোরই দাম বেড়েছে দফায় দফায়। এর মধ্যে হঠাৎ জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধিতে বাজারে যেন আগুন লেগেছে। শুক্রবার (১২ আগস্ট) সকালে বাজার ঘুরে দেখা যায় গত দুই সপ্তাহের মধ্যে প্রতিটি পণ্যের দাম বেড়েছে ১০ টাকা থেকে ১৮০ টাকা পর্যন্ত।
তারা আরও জানান, কেজি প্রতি ২০টাকা লাভ করতেই হবে। কারণ গাড়ীভাড়া ও খাজনা দিতে হয় এছাড়াও খুচরা বিক্রয় করতে গেলে কিছুটা ঘাড়তি হয়। পৌর শহরের হাট-বাজারসহ বিভিন্ন হাট-বাজার পরিদর্শনে গিয়ে এ তথ্য পাওয়া গেছে।
বাজারে কয়েকজন কাঁচা মরিচ ব্যবসায়ী আসাদুল, আলমগীর, শাহিনের সাথে কথা বলে জানা গেছে, স্থানীয়ভাবে মরিচের আমদানি কম হওয়ায় এবং চাহিদা অনুযায়ী বাইরে থেকে আমদানি করতে না পারায় কাঁচা মরিচের বাজার এতটা বেড়ে গেছে।
১ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ২ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ২৮ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ দিন ২১ ঘন্টা ১১ মিনিট আগে
৩ দিন ৫০ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে