ঘাটাইলে রাত হলেই চলে মাটি খেকোদের তান্ডব আদমদীঘিতে পোল্ট্রি ফার্মের ১হাজার মুরগীর বাচ্চা পদদলিত করে মেরে ফেলেছে দুর্বৃত্তরা আদমদীঘিতে জামায়াত নেতাসহ তিনজনকে মারপিট করে দুই মোটরসাইকেল মোবাইল ফোন ছিনতাই দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ তাড়াহুড়ো কোনো কাজ ভাল লাগে না লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত তামিম চিরনিদ্রায় শায়িত। কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সার্ভেয়ারের পরিদর্শন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশের সাংবাদিকদের সাথে মতবিনিময় চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর।

নন্দীগ্রামে পরিদর্শনে গিয়ে ইংরেজি ক্লাস নিলেন ইউএনও হুমায়ন কবির

বিদ্যালয়ে পাঠদান চলছে। হঠাৎ সেই প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ইউএনও। ঢুকে পড়েন পঞ্চম শ্রেণির কক্ষে। তখন পঞ্চম শ্রেণিতে ইংরেজি পাঠদান চলছে। এ সময় ইউএনও নিজেই পাঠদান শুরু করেন। একজন পেশাদার শিক্ষকের মতো কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে মিশে যান মুহূর্তেই।

আজ (০৩ অক্টোবর) মঙ্গলবার নন্দীগ্রাম পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির। এসময় পড়াশোনার মানোন্নয়নে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন।

জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, মাল্টিমিডিয়া ক্লাস রুম ও বিদ্যালয় ঘুরে দেখেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কুশলবিনিময় শেষে পঞ্চম শ্রেণির ইংরেজি ক্লাস নেন তিনি। শিক্ষার্থীরাও মনোযোগ দিয়ে তার ক্লাস করেন।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রমিম ইসলাম, রিয়া মণি, নিরব সরকার, অপরাজিতা সরকার জানান, স্কুলে আমাদের ইংরেজি ক্লাস চলছিল। এ সময় হঠাৎ ইউএনও স্যার শ্রেণিকক্ষে প্রবেশ করেন। তিনি আমাদের সঙ্গে কুশলবিনিময় করেন। পরে ইংরেজি ক্লাস নেন। ইউএনও স্যার সুন্দরভাবে ক্লাস নিয়েছেন। আমাদের পড়া ধরেছেন। আমরা অনেক কিছু শিখতে পেরেছি। স্যারের ক্লাস করে আমরা অনেক আনন্দ পেয়েছি।’

প্রধান শিক্ষক আলী আজম বলেন, ‘ইউএনও স্যার হঠাৎ বিদ্যালয়ে আসেন। ‘শত ব্যস্ততার মাঝেও ইউএনও স্যার কোমলমতি শিক্ষার্থীদের সময় দিয়েছেন। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিক্ষক ঘুরে দেখেন। পড়ে তিনি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করেন। একই সঙ্গে আমাদের শিক্ষাবিষয়ক পরামর্শ দেন। এতে শিক্ষার্থী ও আমরা খুবই খুশি।’ স্যারের এমন কার্যক্রমকে সাধুবাদ জানাই।’

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সেই উদ্দেশ্য বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি । বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে কোনো সমস্যা থাকলে দ্রæত তা সমাধানের ব্যবস্থা করা হচ্ছে । এই উপজেলার শিক্ষাব্যবস্থাকে মডেল হিসেবে গড়তে তার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও খবর