বাংলাদেশের স্বল্প পুঁজিকে টপকে সহজেই জয় তুলে নিল আয়ারল্যান্ড। টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অধিনায়ক পল স্টার্লিংয়ের ঝোড়ো ফিফটিতে জয়ের দেখা পায় সফরকারীরা।
বাংলাদেশের ১২৪ রানের বিপরীতে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আয়ারল্যান্ড। এর ফলে হোয়াইওয়াশ থেকে রক্ষা পেল আইরিশরা। শেষ ম্যাচে হারলেও বাংলাদেশ সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।
আয়ারল্যান্ড শুরুটা আগ্রাসীভাবে করে। দ্বিতীয় ওভারে সাকিবকে দুই চারে তুলে নেয় ১০ রান। তৃতীয় ওভারে তাসকিন ভেঙে দেন জুটি। প্রথম ৩ বল ডট দিয়ে চতুর্থ বলে বোল্ড রস অ্যাডেয়ার। তাসকিনের ইয়র্কায়ে ব্যাট চালিয়েছিলেন, কিন্তু লাভ হয়নি। ৭ রান করেন অ্যাডেয়ার। তবে আরেক প্রান্তে মেরে খেলছেন স্টার্লিং। তার সঙ্গী টকার।
এর আগে শামীমের ফিফটিতে ভর করে ১২৫ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। ৬২ রানে ৭ উইকেট পড়ার পর একশ হওয়া নিয়ে শংকা জাগে। সেখান থেকে শামীম একা লড়ে গিয়ে ১২৪ রানের পুঁজি এনে দেন। ১৯.২ ওভারে শামীমের আউটে বাংলাদেশ অলআউট হয়। সর্বোচ্চ ৫১ রান আসে তার ব্যাট থেকে। শেষে দারুণ সঙ্গ দেন নাসুম। দুজনের ৩৩ রানের জুটি বাংলাদেশকে রক্ষা করে। নাসুম ১৩ রান করেন। এ ছাড়া রনি ১৪ ও তাওহীদ ১২ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি। আয়ারল্যান্ডের হয়ে ৭ বোলার বল করে প্রত্যেকেই উইকেট নিয়েছেন। সর্বোচ্চ ৩ উইকেট নেন অ্যাডেয়ার। ২ উইকেট নেন অভিষিক্ত ম্যাথু হ্যামপ্রেজ।
৩ দিন ২০ ঘন্টা ২৪ মিনিট আগে
১৭ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে
৩৭ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৮ দিন ১৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪২ দিন ১৬ ঘন্টা ১৪ মিনিট আগে
৪৩ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৪৩ দিন ১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪৭ দিন ২০ ঘন্টা ৪১ মিনিট আগে