গরম পড়তে না পড়তেই বাড়তে শুরু করেছে রোদের তেজ। কিন্তু ঘর থেকে বাইরে না বেরিয়ে তো উপায় ও নেই। যেখানেই যান না কেন শরীরে রোদ লাগবেই, আর রোদ লেগে কিন্তু শুধু মুখ বা হাত নয়, পায়ের পাতাতেও ট্যান পড়ে। পায়ের পাতা থেকে রোদে পোড়া দাগ সহজে তোলার ঘরোয়া টোটকা রইল এখানে।
পায়ের পাতা থেকে রোদে পোড়া দাগ তোলার জন্য ঘরোয়া কোন কোন উপাদান দিয়ে প্যাক বানাবেন?
১) কাঁচা হলুদ: ১ চা চামচ
২) মুসুর ডাল বাটা বা বেসন: ১ টেবিল চামচ
৩) টকদই: ১ টেবিল চামচ
৪) পাতিলেবুর রস: ১ চা চামচ
৫) মধু: ১ চা চামচ
প্রথমে একটি বাটিতে সমস্ত উপকরণ নিয়ে ভাল করে মিশিয়ে নিন। গোসলের আগে দুটি পায়ের পাতায় মেখে রাখুন। কিন্তু খেয়াল রাখবেন যেন পুরোপুরি শুকিয়ে না যায়। অর্ধেক শুকনো হলেই পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপর বাইরে বেরোতে হলে সানস্ক্রিন মাখতে কিন্তু ভুলবেন না।
৩ দিন ১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৬ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে
২০ দিন ৫ ঘন্টা ৩৩ মিনিট আগে
২১ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে
২৩ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে
২৮ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে
২৯ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে