|| তুমি এসো ||
• তামিম হোসাইন
◾◾◾◾
তুমি এসো,
শীতের কুয়াশা হয়ে, চাঁদর মুড়িয়ে!
তুমি এসো,
শিউলি ফুল হয়ে,
কুড়িয়ে নিব শিশির
ভেজা ঘাসে!
তুমি এসো,
গ্রীষ্মের কামিনী, পাড়ুল হয়ে,
দেখবো তোমায় প্রখর রোদ্দুরে!
তুমি এসো,
শরৎ এর কাশফুল হয়ে,
হিমেল হাওয়ায় দুলবে গোধূলি লগ্নে!
তুমি এসো,
বর্ষার শাপলা হয়ে,
কুড়িয়ে নিব বিলের জল
থেকে!
তুমি এসো,
বসন্তের কৃষ্ণচূড়া হয়ে,
সৌন্দর্য ছড়াবে শহর জুড়ে!
তুমি এসো,
লাল, সাদা,কালো গোলাপ হয়ে,
সুভাষ ছড়াবে সারা অঙ্গ জুড়ে।
তুমি এসো,
বর্ষার বুকল হয়ে,
বরণ করে নিব মালা বানিয়ে।
তুমি এসো,
আমাবর্ষার পূর্ণিমা চাঁদ হয়ে,
দেখবো তোমায় সারা রাত্র জুড়ে!
তুমি এসো,
কালো মেঘের জল হ'য়ে,
ভিজবো সকাল,দুপুর, রাতে।
তুমি এসো,
আমাবর্ষার পূর্ণিমা চাঁদ হয়ে,
দেখবো তোমায় সারা রাত্র জুড়ে!
তবুও তুমি এসো,
কোন এক গোধূলি লগ্নে ঘুরবো
দু'জন সারা শহরের আনাচে কানাচে।
১১ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৮ দিন ১৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৩ দিন ১১ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৪ দিন ২ ঘন্টা ১২ মিনিট আগে
২৪ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে
২৫ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে
২৬ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে
২৬ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে