দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ তাড়াহুড়ো কোনো কাজ ভাল লাগে না লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত তামিম চিরনিদ্রায় শায়িত। কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সার্ভেয়ারের পরিদর্শন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশের সাংবাদিকদের সাথে মতবিনিময় চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান।

বই মেলায় পাওয়া যাচ্ছে কবি শিউলী খানের পাঁচ কাব্যগ্রন্থ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-02-2023 08:02:30 am

ছবি: বইয়ের প্রচ্ছদ ও লেখিকা

◾ সোহানুর রহমান 


লেখক এবং পাঠকদের জন্য বইমেলা যেন প্রাণের মেলা। অনন্য এক আনন্দ লালিত হয় লেখক ও পাঠকদের প্রাণে।এই বইমেলাকে কেন্দ্র করেই প্রকাশিত হয় নবীন-প্রবীনদের নতুন নতুন বই।এরই ধারাবাহিকতায় এবার বইমেলায় পাওয়া যাচ্ছে   কবি শিউলি খানের পাঁচ কাব্যগ্রন্থ । 


এবছর শিউলী খানের লেখা কাব্য গ্রন্থ গাঙচিল প্রকাশন থেকে প্রকাশিত। তার বই গুলো হলো 'অনন্য','তোমার প্রেমে' 'বোধের মৃত্যু' ' 'কে দেবে জবাব' এছাড়াও কলকাতার প্রীতিকণা প্রকাশন থেকে প্রকাশিত 'নাড়ীর বাধন'বই পাঁচটি পাওয়া যাচ্ছে এই বছর বইমেলায়।  বাংলা একাডেমির এই বই মেলায় ৩৯৭ নং স্টলে পাওয়া যাচ্ছে এই  বই গুলো।  


পাঁচটি বই পাঁচটিই ভিন্ন স্বাদে কবিতা দিয়ে ঢেলে  সাজানো। যেটা একটা পাঠক সহজেই বুঝতে পারবে। সহজ সাবলীল ভাষায় লেখা হয়েছে তার প্রত্যেকটি কাব্য গ্রন্থ।  


'বোধের মৃত্যু'বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০টাকা। আর বাকি চারটি বইয়ের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা করে প্রতিটি। বই গুলো সম্পর্কে জানতে চাইলে কবি শিউলী খান জানান, "কথামুখ" "আশরাফুল মাখলুকাত" সৃষ্টির সেরা মানুষ। মানুষ  স্বভাবগতই স্বপ্ন বুনতে ভালোবাসে। স্বপ্ন পূরণে সে যতোটা উচ্ছাসিত হয়,আবার বার বার যখন চাওয়া-পাওয়া গুলো নিরাশার বালুচরে ঢাকা পড়ে! তখন কেউ কেউ ডুব দেয় অন্ধকারে। জীবন মানেই যুদ্ধ।  অনেক সময় জীবনের তাগিদে! দায়িত্বে কল্পনার জগত হয়ে ওঠে জীবন শক্তি।  সৃষ্টির মূল উৎস প্রেম, হোক না মানবিক বা প্রকৃতির প্রেম।মানব জীবন আজ যেন ঘড়ির কাঁটার সাথে প্রতিযোগিতায় নেমেছে- সময়ের ধারায়। বর্তমানে যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে ডিভাইস। যেখানে কখনো হেরে যাচ্ছে হৃদ যন্ত্র।  ভাঙছে সম্পর্ক,কেউ বা এক ছাদের নীচে বসবাসের পরও জীবন্ত লাশ হয়ে পঁচছে একাকিত্বের কারাগারে। আবার দেখা যায় প্রিয় মানুষটির সাথে একটু যোগাযোগের আশায়,অপেক্ষায় চোখ আঁটকে থাকে মোবাইল স্ক্রীনে। ব্যাস্ততার বাজারে ভালোবাসা আজ অবহেলিত। প্রতিযোগিতার ঘোড়দৌড়ে যেন সকলেই বন্দী। ব্যস্ততার কারাগারে হারিয়ে যাচ্ছে  অনুভূতির অনুভব ক্ষমতা! স্বার্থপরতার দাবানলে হারিয়ে যাচ্ছে বোধ। 


"বোধের মৃত্যু " মূলত প্রেম-মানবতা বোধ-জীবন বোধ - মমতার সমন্বয়ে রচিত একটি কাব্য  গ্রন্থ। জীবন যুদ্ধে বিচলিত নয়,ধৈর্য হোক সহায়ক আল্লাহর সমীপে -ভাবনাটি তুলে ধরেছি "তাঁর সমীপে প্রার্থণা" কবিতায়।"ছোট্ট প্রাণ ফাঁদে সুখ পাখি",বিষন্নতার বেসাতি , আধ খন্ডচাঁদ,কৃষ্ণপক্ষ,নীলাবেদন,বনলতা, বর্ষার তাল,বিষের বাঁশি,চাঁদ, নিঃসঙ্তার আলাপন,তুমি আসবে বলেই বিভিন্ন কবিতায় ফুটে উঠেছে প্রেমের চির শ্বাসত রূপ রাগ- মান- অভিমান-অভিযোগ।মানবতা বোধ, জীবন বোধ,প্রতিবাদী স্বরূপ খুঁজে পাওয়া যাবে,"আমিই নারী",জীবন দূর্বিসহ,নয়ন তারা,আশ্রয় ও মালি কবিতায়। "আশু" ও " আমার জান" কবিতায় ফুটে উঠেছে মমত্ব বোধ। 


আশা করছি,পাঠক সমাজে "বোধের মৃত্যু" সফলতা পাবে। ২১শ শতাব্দীর ২৩ বছর চলমান। নিজ অধিকারে নারী আজও যুদ্ধ করছে। আমরা নিজেদের আধুনিক বলছি,কতোটা আধুনিক? যে সমাজে অধিকাংশ নারী আজও নিজ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে  প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে প্রতিনিয়ত,যে সমাজে একজন  তালাক প্রাপ্তাকে বিধবার চেয়েও হেয় করে দেখা হয়! সেই সমাজে নারীর অধিকার আজও প্রশ্নবিদ্ধ আমরা সার্টিফিকেট শিক্ষা ক্ষেত্রে যতোটা আধুনিক, মনন শিক্ষায় আজও ঠিক ততোটাই পিছিয়ে।  


"অন্যায় যে করে আর অন্যায় যে সহে 


"তব ঘৃণা তারে তৃণ সম দহে" 


বাস্তব জীবনে অন্যায়ে প্রতিবাদ প্রয়োগে নারীকে অবাধ্য বা বেয়াদব হিসেবে চিহ্নত করা হয়। 


' প্রশ্ন' ছোট গল্পে  অবনি এমনই এক নারী চরিত্র, যা আমাদের  নারী সমাজ ভুক্তভোগী প্রতিনিয়ত। অবনিদের অকাল মৃত্যুই অঙ্গুলীর নির্দেশে, ছুড়ে দেয় প্রশ্ন সমাজের বুকে। আর কতদিন....? 


ইতিমধ্যেই শিউলী খান বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে বিভিন্ন সাহিত্য পুরস্কার পেয়েছেন। এবার বই মেলায় তার বই নিয়ে তিনি বেশ আশাবাদী।


আরও খবর