◾ শীতকাল ◾
লেখক: ওয়াসিম হোসেন রাহাদ
শীতের সকাল দিয়ে যায় হায়
একমুঠো রৌদ্রের দোলা,
কনকনে শীতের রাত পোহালেই
চোখে ভাসে কত শত ফুলের মেলা।
শীতের সকালে ঘাঁসের উপরে
কুয়াশার ফোটা জাগে,
শীতের তীব্রতায় সোনালী রৌদ্র
কতইনা মজা লাগে।
শীতের আকাশে শুভ্রতা হাঁসে
কুয়াশার ছোয়া পেয়ে,
ভেসে যায় দূরে, উদাসীন সুরে
উত্তরে বায়ু বেয়ে।
সরিষার ফুলে মাঠ ঢেকে যায়
হয়ে যায় হলদে ময়,
খেজুরের রস শীতের সকালে
খেতেও তো মন্দ নয়।
শীতের মৌসুমে পিঠা-পুলি খেতে
চলে যায় দিনকাল,
সকল ঋতুর সেরা ঋতু
এটাই তো শীতকাল।
১১ দিন ১৯ ঘন্টা ৩ মিনিট আগে
১৮ দিন ১৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৩ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে
২৪ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে
২৪ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে
২৫ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে
২৬ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৬ দিন ২৩ ঘন্টা ৪০ মিনিট আগে