নাটোর জেলা গোয়েন্দা শাখার ( ডিবি) একটি টিম বড়াইগ্রাম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও রাত্রী কালীন রন পাহাড়া করাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, বড়াইগ্রাম জোনাইল বাজারে চোর চক্রের কতিপয় সদস্য অটো রিক্সা ভ্যান চুরির পরিকল্পনা করে চুরি করার উদ্যোগ নিয়ে অবস্থান করছে এবং তাদের কাছে চোরাই মোটর সাইকেল আছে। ঘটনা স্থলে টীম ডিবি নাটোর পৌঁছাতেই আসামি ১। আলামিন (৩১), পিতা : দুলাল সাং :ক্ষিদ্র বরিয়া থানা: সিংড়া ২। সুজন (২৫), পিতা বক্কার সাং বেড় গংগারামপুর থানা গুরুদাস পুর ৩। উজ্জ্বল(৩৫), পিতা জব্বার সাং বড় শাওইল ৪। মামুন (৩০), পিতা: নুর মোহাম্মদ, সাং : বড় শাওইল থানা সিংড়া সর্ব জেলা নাটোর পালানোর চেষ্টাকালে গ্রেফতার করা হয়। আসামি আলামিনকে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা মোটর সাইকেলের কোন কাগজপত্র দেখাতে পারে নাই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আলামিন স্বীকার করে যে সে চোরাই মোটর সাইকেল কিনেছে। আর তারা আজ জোনাইল বাজার বা তার আশ পাশ এলাকার সুবিধাজনক স্থান থেকে অটো রিক্সা বা মোটর সাইকেল চুরি করার জন্য একত্রিত হয়েছে। ঘটনার বিষয়ে নাটোর বড়াইগ্রাম থানায় একটা মামলা রুজু হয়েছে। নাটোর জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় বলেন, চুরি-ছিনতাইসহ অপরাধ প্রতিরোধে নাটোর জেলা পুলিশ তৎপর রয়েছে ।প্রত্যেক থানা এলাকায় রাত্রিকালীন পুলিশের টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
১ ঘন্টা ১২ মিনিট আগে
১ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৪ ঘন্টা ৫ মিনিট আগে
৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৫ ঘন্টা ৩৮ মিনিট আগে