কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত প্রণোদনা কর্মসূচির আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষক কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুনুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তর থেকে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে সরকারি প্রণোদনার আওতায় উপজেলার মোট ২ হাজার ৭১০ জন কৃষককে বিভিন্ন ফসলের সার ও বীজ প্রদান করা হয়েছে। এর মধ্যে সরিষার জন্য ২ হাজার ৫০০ জন, পেঁয়াজের জন্য ৩০ জন, গমের জন্য ১৭০ জন এবং মসুর ডাল চাষের জন্য ১০ জন কৃষক এই সুবিধা পেয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। বিনামূল্যে সার ও বীজ বিতরণের এই কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বড় সহায়তা। আশা করছি, এ সুযোগ কাজে লাগিয়ে কৃষকরা উৎপাদন বৃদ্ধি করবেন এবং এলাকার কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।”
১ ঘন্টা ১৯ মিনিট আগে
১ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ ঘন্টা ২০ মিনিট আগে
৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ ঘন্টা ৪৬ মিনিট আগে