জন্মেরক্ষন
ইস!! মাইয়া হইলো বাপ মার
কপাল পুড়লো
শৈশব কাল স্বপ্নপুরি
কিশোরী কালের আবেগ
আহা!
বড্ড বিচিত্র
তারপর শুরু হয় যৌবনকাল
কিরে মাইয়া কি পার করবি না,
বুড়ি হইতাছে তো,
ঘরে কি খুটি দিবি নাকি।
মানুষের চক্ষু দিয়া গিল্লা খাইবো।
এই লগ্নে শুরু হয় সংগ্রাম
যদি হয় নারীর স্পষ্টভাষী
তবে সে বেলেহাজ
যদি হয় নারী স্বল্পভাষী তবে
সে ছদ্মবেশী বহুরূপী
যদি হয় রূপবতী
তবে সেই চরিত্রহীন
ছিহ! না জানি কত নাগর জুটাইছে
যদি হয় কৃষ্ণকায়
ইছ!কে তুলবো এই কালীরে ঘরে।
আহা!নারী স্বাধীন দেশের
স্বাধীন নাগরিক তুমি
স্বাবলম্বী হতে চাও
তবে তোমার সুবর্ণ সুযোগ
বড় সাহেবকে খুশি করো
সফলতা অর্জন করো
সংসারী হতে চাও?
খুবই সহজ
বোবা, কালা, অন্ধ হয়ে যাও।
দেখেছ কত সহজ
আহা! নারী, বড্ড অবুঝ তুমি
এত এত সুবর্ণ সুযোগ লুফে নিতে পারোনি তুমি।
৩ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ৬ মিনিট আগে
১৮ দিন ১১ ঘন্টা ৩ মিনিট আগে
১৯ দিন ৭ ঘন্টা ৫২ মিনিট আগে
২১ দিন ৪ ঘন্টা ৫২ মিনিট আগে
৩০ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩১ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে
৩১ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে