বাংলাদেশ জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী রবিবার (২৮ সেপ্টেম্বর) যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শিক্ষা, সংস্কৃতি ও চরিত্র গঠনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই সংগঠনটি অর্ধ-শতাব্দী ধরে শিশু-কিশোরদের কল্যাণে কাজ করে আসছে।যশোর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় প্রাঙ্গণে সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। তিনি শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলায় ফুলকুঁড়ি আসর-এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সভাপতি অ্যাডভোকেট ইসহাক এবং যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টোকন। বক্তারা ফুলকুঁড়ি আসর-এর পাঁচটি মূল আদর্শ—শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য, সেবা ও সংস্কৃতি—ভিত্তি করে পরিচালিত কার্যক্রমের ওপর আলোকপাত করেন। তারা আশা প্রকাশ করেন, সংগঠনটি ভবিষ্যতেও শিশুদের আদর্শিক বিকাশে আরও জোরালো ভূমিকা রাখবে।১৯৭৪ সালে প্রতিষ্ঠিত ফুলকুঁড়ি আসর প্রতিষ্ঠার পর থেকেই শিশু-কিশোরদের আদর্শ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি যশোরের পরিচালক রাকিবুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পরিচালক তাসনিম আলম।
১ দিন ১৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ৪৯ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ২ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ৪০ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে
১৪ দিন ৫ ঘন্টা ১২ মিনিট আগে
১৭ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে