প্রকাশের সময়: 27-09-2025 04:51:17 am
অভিনয়ের মঞ্চে আমি
— শুভরাজ দে
আমি অভিনয়ে এক অনন্য অভিনেতা...
মঞ্চ নেই, আলো নেই, করতালিও নেই।
তবু প্রতিদিন নতুন দৃশ্য, নতুন অধ্যায়,
নিজেকেই লিখি, নিজেকেই ভাঙি, আবার গড়ি।
আমার গল্পে সুখ আসে অতিথির মতো—
অল্পক্ষণ থেকে চলে যায়, রেখে যায় শূন্যতা।
কিন্তু দুঃখের ঢেউ ছিল অনন্ত মহাসমুদ্র,
যেখানে প্রতিটি স্রোত গিলে খেতো আমার হাসি।
টুইস্ট হলো: সে সমুদ্র আজ আর নেই।
জল শুকিয়েছে, শান্তি নেই, প্রশান্তি নেই।
ভেতরে এখন কেবল উথালপাথাল ধুলোঝড়,
যার প্রতিটি কণা মনে আঁচড় কাটে,
যেন অদৃশ্য আগুনে পুড়ে যায় আত্মার ভেতর।
তবু আমি অভিনয় করি—
মুখে হাসি, চোখে স্বপ্ন, হৃদয়ে ঝড়।
কারণ এ জীবনের মঞ্চে থামা যায় না,
এখানে পর্দা পড়ে না,
শুধু চলতে থাকে অন্তহীন নাটক,
যেখানে আমি নায়কও, খলনায়কও—
একই সাথে দর্শক আর অভিনয়শিল্পী।
১ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ৪০ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ৬ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ১২ মিনিট আগে
১৪ দিন ৫ ঘন্টা ৩ মিনিট আগে
১৭ দিন ২০ ঘন্টা ৩৮ মিনিট আগে