কুষ্টিয়া সদর জুলাই যোদ্ধা কমিটির নির্বাচন সম্পন্ন: তাজমুল সভাপতি, তায়েফ হাসান সেক্রেটারি নির্বাচিত
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির চতুর্থ তলায় আজ শুক্রবার বিকাল ৩টায় উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া সদর জুলাই যোদ্ধা কমিটি গঠনের নির্বাচন।
দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে জুলাই যোদ্ধাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। সকাল থেকেই প্রার্থীরা ও তাদের সমর্থকরা শান্তিপূর্ণভাবে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। সার্বিক কার্যক্রম পরিচালিত হয় অত্যন্ত শৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।
দুই বছর মেয়াদি কমিটির ফলাফলে নির্বাচিত হয়েছেন
সভাপতি: মোঃ তাজমুল ইসলাম।
সেক্রেটারি: মোঃ তায়েফ হাসান।
সাংগঠনিক সম্পাদক: মোঃ ওলি হোসেন।
অর্থ সম্পাদক: রাজু আহমেদ।
দপ্তর সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
মোঃ নাজমুস সাকিব। এস. এম. মোবাশ্বির হাসান মাহমুদ ও মোঃ আরিফ হোসেন খান।
নির্বাচন পরিচালনা করেন কুষ্টিয়া ইসলামিয়া কলেজের প্রভাষক জনাব মোঃ টিপু সুলতান।
শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সন্তান জনাব মোঃ সুজন মাহমুদ ফারাজী, জুলাই যোদ্ধা মোঃ নূর আহসান।
এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানিত কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মাহমুদ,
জুলাই যোদ্ধা মোঃ আবু সাঈদ, জুলাই মোঃ আবু হানিফ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই নির্বাচন শুধুমাত্র নেতৃত্ব নির্বাচনের নয়; এটি জুলাই চেতনার ঐক্য, ত্যাগ ও সংগঠনের পুনর্জাগরণের প্রতীক।”
সর্বশেষ ভোটগণনা শেষে নির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হলে উপস্থিত জুলাই যোদ্ধারা নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।