দেশব্যাপী ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়া ইসকন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা, টঙ্গী ইমাম গুমের দায়ীদের দ্রুত গ্রেফতার, গাজীপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণ ও বুয়েটে মুসলিম নারীদের কটূক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টার দিকে নাগেশ্বরী বাসস্ট্যান্ডের দারুন নাজাত জামে মসজিদ চত্বরে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয় হাজারো মানুষ।
বক্তারা বলেন, টঙ্গীর ইমাম সত্য কথা বলার কারণেই গুম হয়েছেন এটা দেশের জন্য লজ্জাজনক। তারা অভিযোগ করেন, ইসকনের ব্যানারে দেশে ধর্মীয় উসকানি ও সন্ত্রাস ছড়ানো হচ্ছে। এখনই এই সংগঠনকে নিষিদ্ধ না করলে সাধারণ মানুষ আন্দোলনে নামবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, ইসলাম ও মুসলমানদের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং শান্তিপূর্ণ উপায়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
বিক্ষোভে উপস্থিত জনতা হাতে নানা ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগানে মুখর করে
১ ঘন্টা ১৮ মিনিট আগে
১ ঘন্টা ৪৯ মিনিট আগে
২ ঘন্টা ২১ মিনিট আগে
৩ ঘন্টা ৮ মিনিট আগে
৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১২ ঘন্টা ৪০ মিনিট আগে