আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে হাতিয়ায় সাধারণ ভোটারদের সাথে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে হাতিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন হাতিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক মমিন উল্লাহ রাসেল, সদস্য সচিব মোস্তফা কাউসার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরীফুল ইসলাম হাওলাদার, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু, সদস্য সচিব ফরহাদ হাসান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার সোহেল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। তারা উপস্থিত সাধারণ ভোটারদের কাছে বিএনপির নীতিমালা ও আন্দোলনের লক্ষ্য তুলে ধরেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
উঠান বৈঠকে ওয়ার্ড যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ পাঁচ শতাধিক নারী-পুরুষ ভোটার উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি ছিল শান্তিপূর্ণ ও প্রাণবন্ত।