সাতক্ষীরার তুলুইগাছা সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের প্রাক্কালে এক বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারে জড়িত পিতা-ছেলে দুই মানবপাচারকারীকে আটক করা হয়। শনিবার (২৫ অক্টোবর) বিকালে সদর উপজেলার কুলিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা।
আটককৃতরা হলেন, কুলিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আবুল কালাম (৭৪) এবং তার ছেলে ইমরান হোসেন (২৩)।
উদ্ধার হওয়া নারী সেতু আক্তার নড়াইল জেলার লোহাগড়া থানার দাশেরডাঙ্গা গ্রামের জিয়া শেকের মেয়ে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে এক নারীকে ভারতে পাচারের প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির একটি টহলদল বিকাল সাড়ে ৪টার দিকে কুলিয়াডাঙ্গা গ্রামের আবুল কালামের বাড়িতে অভিযান চালায়। সেখানে সেতু আক্তারকে উদ্ধার করা হয় এবং পাচারচেষ্টার অভিযোগে বাড়ির মালিক ও তার ছেলেকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক দুই ব্যক্তি আরও প্রায় ১৫ জন মানবপাচারকারীর সহায়তায় সেতু আক্তারকে সীমান্তে নিয়ে গিয়েছিল। কিন্তু বিজিবির কঠোর নজরদারি ও টহল তৎপরতার কারণে তারা পাচার করতে ব্যর্থ হয়ে নারীটিকে বাড়িতে এনে গোপনে রাখে।
ঘটনার পর উদ্ধার হওয়া নারী ও আটককৃত পাচারকারীদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মানবপাচারে জড়িত আরও ১৫ জন পলাতক আসামীর নাম উল্লেখ করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শনিবার সন্ধ্যায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘন্টা ২৬ মিনিট আগে
২ ঘন্টা ৫ মিনিট আগে
২ ঘন্টা ৬ মিনিট আগে
২ ঘন্টা ২৩ মিনিট আগে
২ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ ঘন্টা ১ মিনিট আগে
৩ ঘন্টা ৪ মিনিট আগে