আদমদীঘিতে বিএনপির সদস্য নবায়ন-সংগ্রহ ও ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা আদমদীঘিতে হিন্দু সম্প্রদায়ের দামোদর ব্রত ও প্রদীপ প্রজ্জলনের সমাপ্তি আদমদীঘির ছাতিয়ানগ্রামে বিএনপির কর্মী সমাবেশে অনুষ্ঠিত প্রেম করে পালিয়ে বিয়ে, অতঃপর অপহরণ মামলায় কারাগারে নববিবাহিত বর বাঘায় সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদকের মৃত্যু লোহাগড়ায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ভ্যান মিছিল অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনে কোস্টগার্ডের হাতে হরিণের মাংস ও ফাঁদসহ শিকারি আটক বরিশালে হেযবুত তাওহীদের সুধী সমাবেশ অনুষ্ঠিত ভারতে পাচারের আগে সীমান্তে নারী উদ্ধার চাম্পাফুলে কিশোরীর বিয়েতে অভিযান, দুই পক্ষের জরিমানা অরিয়ন হাসপাতালের সাথে হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর কর্পোরেট সেবা চুক্তি সম্পন্ন। শ্যামনগরে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামান মনিরের গণ সংযোগ শেরপুরে আস্থা প্রকল্পের উদ্যোগে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে বিএনপি প্যানেলের পূর্ণ জয় মৌলভীবাজার জেলা যুব মজলিসের শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত আশাশুনিতে স্থানীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত আনুলিয়ায় কাজী আলাউদ্দীনের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ দুধকুমার নদীতে ভাসমান পদ্ধতিতে মাছ চাষ : গাছের গুড়ির সাথে ঘের বিচ্ছিন্ন হয়ে সর্বশান্ত মৎস্য উদ্যোক্তা সিদ্দিক নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরার উৎসবে যোগ দিতে প্রস্তুত উপকূলের জেলেরা আশাশুনিতে বিচারাধীন সম্পত্তির গাছ কাটার প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎

দুধকুমার নদীতে ভাসমান পদ্ধতিতে মাছ চাষ : গাছের গুড়ির সাথে ঘের বিচ্ছিন্ন হয়ে সর্বশান্ত মৎস্য উদ্যোক্তা সিদ্দিক

বেকারত্ব নিয়ে হতাশায় দিন কাটতো কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মৎস্য উদ্যোক্তা আবুবকর সিদ্দিকের। স্বপ্ন দেখছিলেন বেকারত্ব ঘুচিয়ে সংসারের হাল ধরবেন এই যুবক। এমন স্বপ্ন নিয়ে আয়নালেরঘাট এলাকায় দুধকুমার নদীতে ভাসমান পদ্ধতিতে তেলাপিয়া মাছ চাষ শুরু করেন তিনি। জাল, বাঁশ, ড্রামসহ অন্যান্য উপকরণ দিয়ে দুইটি ঘেরে তৈরি করে ২০টি খাঁচা। ঘেরের সাথে তৈরি করেন কর্মচারীদের থাকার ভাসমান ঘর ও কাজ করার জন্য একটি নৌকা।

অবশেষে সেই ঘেরে ছেড়ে দেন তেলাপিয়া মাছের পোনা। গেলো ১ বছরে তার ঘেরে একেকটা মাছের ওজন হয়েছিলো প্রায় আধা কেজি। এই দীর্ঘ সময়ে ঘের তৈরির উপকরণ, মাছের পোনা ও খাবার ক্রয়, কর্মচারীদের মজুরীসহ তার খরচ হয়েছে ১০ লক্ষাধিক টাকা। এই টাকা যোগান দিতে ধারদেনা করতে হয়েছে তাকে। এ অবস্থায় আকস্মিক নদীর পানি বৃদ্ধি পেয়ে নিমিষেই প্রবল স্রোতে ভেসে যায় সেই স্বপ্ন। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাছের গুড়ি ভেসে আসলে বিচ্ছিন্ন হয়ে যায় মাছের ঘের। বের হয়ে যায় প্রায় সবগুলো মাছ। যা ছিলো সেগুলোও ঘোলা পানিতে মরে যাওয়ায় এখন সর্বশান্ত হয়ে দিশাহারা হয়ে পড়েছেন ওই মৎস্য উদ্যোক্তা। এদিকে ওই ঘেরে মৎস্য উদ্যোক্তা নিজেসহ ঘেরে প্রতিনিয়ত কাজ করতো আরও ৩ জন কর্মচারী। মৎস্য ঘেরের কর্মচারী হাফিজুর রহমান মিয়া, আমিনুল ইসলাম ও হাফিজুল ইসলাম জানান, এই ঘেরের মাধ্যেমে কাজের সুযোগ পেয়ে তারাও খুশি। এই তাদের সংসার চললেও এখন কর্মহীন হয়ে পড়েছেন তারাও। ফলে পরিবার পরিজন নিয়ে অভাব অনটনের মধ্য দিয়ে চলছে তাদের সংসার। বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান রনি বলেন, প্রতিনিয়ত মৎস্য ঘরে শ্রম দিত আবু বকর সিদ্দিক। তার যে পরিমাণ ক্ষতি হয়েছে তা আসলেই কষ্টকর। তাই তার পাশে দাঁড়াতে সরকারের সুদৃষ্টি কামনা করছি। উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত মৎস্য উদ্যোক্তা আবু বকর সিদ্দিকের মাছের ঘের পানির স্রোতে বিচ্ছিন্ন হয়ে গেলে আমরা পরিদর্শন করেছি।

এর আগেও কয়েকবার ঘের পরিদর্শন করে পরামর্শসহ নানাভাবে সহযোগিতা করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে তাকে প্রকল্পের আওতায় এনে ক্ষতি পুষিয়ে নিতে তাকে সহায়তা করা হবে।


Tag
আরও খবর