নাটোর: নাটোরের সিংড়া উপজেলার ৫নং চামারী ইউনিয়নের বিলদহর বাজারে একটি ফার্মেসীতে অভিযান চালিয়েছে নাটোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও চিকিৎসকের কাছে স্যাম্পল হিসেবে আসা ওষুধ বিক্রির জন্য রাখায় চিশতিয়া ফার্মেসীকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিশতিয়া ফার্মেসীতে অভিযান চালানো হয়। অভিযানে দোকানের ভেতরে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিভিন্ন কোম্পানির চিকিৎসকদের জন্য দেওয়া স্যাম্পল ওষুধ পাওয়া যায়। যা সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছিল।
এ ধরনের কাজ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থী। জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলা এবং প্রতারণার উদ্দেশ্যে এই কাজ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ফার্মেসীটিকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। সকল ব্যবসায়ীকে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করার জন্য আহ্বান জানানো হয়েছে।