নাটোরের সিংড়া উপজেলায় এক ঘটনায় ৫ বছর বয়সী শিশু রাব্বী’র রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। সিংড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের অন্তর্গত নিংগইন ভিটাপাড়া এলাকায় গতকাল রাত অনুমান ১১টার দিকে শিশুটি তার পিতা ও সৎ মায়ের সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে ছিল।
শিশুটির পিতা আমিরুল ইসলাম পেশায় রাজমিস্ত্রী। ঘটনার দিন ১৫ আগস্ট সকাল আনুমানিক ৫টার দিকে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর সকাল আনুমানিক ৮টার দিকে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে জানতে পারেন যে তার বাড়িতে কোনো সমস্যা ঘটেছে এবং দ্রুত ফিরে আসতে বলা হয়।
ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখতে পান তার ৫ বছর বয়সী সন্তান রাব্বী মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং স্থানীয়দের সন্দেহ হলে তারা সিংড়া থানা পুলিশকে খবর দেয়।
জানা যায়, রাব্বীর জন্মদাতা মা রুনা বেগমকে দুই বছর আগে ডিভোর্স দেন তার পিতা আমিরুল ইসলাম। বর্তমানে রুনা বেগম সিংড়া থানাধীন বন্দর গ্রামে তার বাবার বাড়িতে বসবাস করছেন। ডিভোর্সের পর থেকে রাব্বী তার পিতা ও সৎমাতা মমতাজ বেগমের সাথেই বসবাস করছিল।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে এবং মৃত্যুর কারণ নির্ধারণে প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে এটি একটি অস্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি তবে তদন্ত চলমান রয়েছে।
১ ঘন্টা ১১ মিনিট আগে
১ ঘন্টা ৪০ মিনিট আগে
১ ঘন্টা ৪২ মিনিট আগে
১ ঘন্টা ৫১ মিনিট আগে
২ ঘন্টা ৪৯ মিনিট আগে