তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন তারেক রহমান নভেম্বরের শেষ নাগাদ দেশে ফিরছেন পবিপ্রবিতে সিপিএল-২৬ এর জমকালো অকশন চুক্তি স্বাক্ষর, ২০২৬ সালে হজে যেতে পারবেন সাড়ে ৭৮ হাজার কালিগঞ্জে জলবায়ু সহনশীল কৃষি ও পুষ্টি উন্নয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে এনএফএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনর যাত্রা শুরু দন্ত চিকিৎসা সেবার যাত্রা শুরু হলো লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।। শ্রমিক দলের আলোচনা সভায় সাবেক এমপি বাবুকে ধানের শীষ প্রতীকে বিজয় করার অঙ্গীকার শ্যামনগরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন ৮৮ 'যশোর-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অভয়নগরে মানববন্ধন মৌলভীবাজারে মাওলানা এনামুল হক নোমান শ্রীমঙ্গলী সংকলিত 'তরুণ প্রজন্মের দিশারী' গ্রন্থের মোড়ক উন্মোচন রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে সোনার দেশ: নাসির উদ্দিন আহমেদ মিঠু বানারীপাড়ায় টাইফয়েড টিকাদান-২০২৫ এর কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের লিফলেট বিতরণ ও গণসংযোগ সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ দুলাভাই বাহিনীর ১ সদস্য আটক উখিয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতি ৩ কোটি ৭১ লক্ষ টাকা আশাশুনি সরকারি কলেজে অধ্যক্ষ নজরুল ইসলামের সংবর্ধনা শার্শার কায়বায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির জনসংযোগ নওগাঁর নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত।

শিক্ষার্থীদের সঙ্গে হলের ডাইনিং এ খাবার খেলেন পবিপ্রবি উপাচার্য ‎


‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও আবাসিক হলের বাস্তব অবস্থা পর্যবেক্ষণে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে হঠাৎ করে কেরামত আলী হলে পরিদর্শনে যান।

‎প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. এস. এম. হেমায়েত জাহান, হল প্রভোস্ট, সহকারী প্রভোস্ট, বিভিন্ন অনুষদের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা এ সময় তাঁর সঙ্গে ছিলেন। উপাচার্য হলে প্রবেশ করেই একাধিক রুমে গিয়ে শিক্ষার্থীদের আবাসন পরিস্থিতি, স্যানিটেশন ব্যবস্থা, নিরাপত্তা ও খাবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

‎পরিদর্শনের সময় উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তাঁদের চলমান সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় প্রতিকার দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। বিশেষ করে সিট বরাদ্দ, পানি সংকট, ওয়াশরুম পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ডাইনিংয়ের খাবারের মান নিয়ে উঠে আসে শিক্ষার্থীদের একাধিক প্রশ্ন।

‎একপর্যায়ে উপাচার্য হলের ডাইনিংয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই সারিতে বসে রাতের খাবার খান। উপাচার্যের এ ধরনের সরলতা ও আন্তরিক আচরণে আবাসিক শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত হন।

‎শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘তোমাদের প্রতিটি অভিযোগ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যার সমাধান করব। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।’

‎উপাচার্যের এই ঘনিষ্ঠতা ও অংশগ্রহণমূলক প্রশাসনের নজির হিসেবে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান। পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন তুহিন বলেন, ‘উপাচার্য স্যার যেভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন, তাতে বোঝা যায় তিনি শিক্ষার্থীদের সমস্যাগুলো আন্তরিকভাবে নিতে চান। আমরা আশাবাদী, দ্রুত সমাধানও মিলবে।’

‎হলের আবাসিক শিক্ষার্থী মো. রিয়াজ মাহমুদ বলেন, একটি প্রশাসনের আন্তরিকতা কেবল অফিস রুমে বসে কাজ করলেই হয় না, বরং মাটির কাছাকাছি গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মিশে সমস্যা বোঝার মাধ্যমেই প্রকৃত নেতৃত্ব প্রকাশ পায়। উপাচার্যের এই হল পরিদর্শন তার একটি উদাহরণ হয়ে থাকল।

‎বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা মনে করছেন, এমন সফরের ফলে শুধু শিক্ষার্থীদের আস্থা অর্জনই নয়, বরং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণেও বাস্তবধর্মী রূপরেখা তৈরি হবে।

আরও খবর