লালপুরে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা রোধে এসপির মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ৯৯ লাখ টাকা ব্যয়ে পাবলিক লাইব্রেরি পুননির্মাণ কাজের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার পিবিআই এর সহযোগিতায় বেরিয়ে এলো বীরগঞ্জে আত্মহত্যা বলে চাপিয়ে দেয়া এক যুবকের মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য পরাজিতরা আমার কলিজার টুকরা-পীরগাছায় এটিএম আজম খান শিবচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর ভাঙচুর, নারীর উপর হামলার অভিযোগ বানারীপাড়ায় উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আশাশুনিতে দক্ষতা প্রশিক্ষণ পরিষেবাকারীদের অ্যাডভোকেসি সভা যশোরে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ: আক্রান্তদের বেশিরভাগ তরুণ শিক্ষার্থী ও সমকামী দৌলতদিয়া পূর্বপাড়ার শিশুদের সুরক্ষায় সমন্বয় সভা অনুষ্ঠিত খাল উন্মুক্তের দাবীতে মানববন্ধন দুবলারচরে শুরু জেলেদের শুঁটকি তৈরীর উৎসব বাগআঁচড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর’ পশু চিকিৎসকসহ দু'জনের মারধর লাখাইয়ে পানিতে ডুবে ২বছরের শিশুর মৃত্যু। চাকরি স্থায়ীকরণের দাবিতে ববি’র ৫৮ অস্থায়ী কর্মচারীর কর্মবিরতি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাতিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা হাতিয়ায় বিবাহকে কেন্দ্র করে নারীকে লাঞ্ছিত করার অভিযোগে সংবাদ সম্মেলন স্টেকহোল্ডারদের মতামত নিয়ে আমরা যাবতীয় বিষয় চূড়ান্ত করব: প্রধান নির্বাচন কমিশনার আক্কেলপুরে আলুর দরপতনে কৃষকের কান্না — হিমাগারে আটকা দেড় লাখ বস্তা, লোকসান ১৩ কোটি টাকার বেশি চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে ২৬৬৪ পিস ইয়াবা উদ্ধার, ও ইয়াবা ব্যবসায়ী আটক পীরগাছায় লগি-বৈঠার নির্মম আঘাতে শহিদদের স্মরণে জামায়াতের আলোচনা ও দোয়া অনুষ্ঠান

ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান বাংলাদেশের

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 22-06-2025 08:34:39 am

ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।


শনিবার (২১ জুন) তুরস্কের ইস্তানবুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।


পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বেআইনি ও আগ্রাসী সামরিক হামলার তীব্র নিন্দা জানান। এ আগ্রাসনকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি।


তৌহিদ হোসেন বলেন, ইসরায়েলের এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড এ অঞ্চলকে অস্থিতিশীল করার এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করার হুমকি সৃষ্টি করেছে।


তিনি অবিলম্বে এ ধরনের উসকানি বন্ধের আহ্বান জানান এবং কূটনীতি ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার মাধ্যমে শান্তি নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার সময় ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।


পররাষ্ট্র উপদেষ্টা অবিলম্বে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনে বন্ধেরও আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) ও আইসিসির মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহিতার দাবিতে ওআইসিকে অবশ্যই ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকতে হবে। আমাদের সংহতিকে অবশ্যই কৌশলগত এবং টেকসই পদক্ষেপে রূপান্তরিত করতে হবে।


পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে রোহিঙ্গা সমস্যা তুলে ধরেন। আইসিজেতে ওআইসির আইনি উদ্যোগ এবং ওআইসি টেন ইয়ার প্রোগ্রাম অব অ্যাকশনে রোহিঙ্গা ইস্যুকে অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য ওআইসির প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তিনি।


রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি আইসিজেতে চলমান আইনি কার্যক্রমে অর্থায়নে সহায়তা করার আহ্বান জানান তৌহিদ হোসেন।


মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ইসলামভীতি মোকাবিলায় আরও বিস্তৃত ও কার্যকর ভূমিকা রাখার জন্য ওআইসিকে আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের উচিত ওআইসির প্রাতিষ্ঠানিক সক্ষমতা, জবাবদিহিতা এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা।


সম্মেলনের সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উটামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান, ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন, উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাইদভ বাখতিয়র ওদিলোভিচ এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে পৃথক বৈঠক করেন।


ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের দুদিনব্যাপী সম্মেলন শনিবার শুরু হয়েছে। সকালে এ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বিকেলে ইরানের ওপর ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।

আরও খবর