সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এখনো সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের আয়-ব্যয় ব্যালান্স করতে হয়।
রোববার (৯ ফেব্রুয়ারি) সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সব শর্ত মানা হয় না। এ জন্যই অনেক সময় বলা হয়, আইএমএফের শর্ত ফেল করেছে বাংলাদেশ।
শিক্ষকদের জন্য আগামী বাজেটে কিছু করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, আমরা দেখছি, আগামী বাজেটে তাদের জন্য কী করা যায়।
প্রবাসীদের উদ্দেশ্যে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রেমিট্যান্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠানো হলে সরকারি রিজার্ভে টাকা যুক্ত হয় না, এটি হচ্ছে নেতিবাচক দিক। আমাদের দেশের যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশই অদক্ষ। কিন্তু ভারত শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা দক্ষ, তারা লেখাপড়া করে যায়।
৩ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ২১ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ২২ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৩ দিন ৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৩ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৯ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে