◾মো. মাহিন ভূঁইয়া : এটা শুধু বিপ্লব নয়,ছিল মানুষের মুক্ত হওয়ার শান্তি,
এই বিজয় ফিরে এনেছিল, মানুষেরই মুখের হাসি।
১৬ বছরে জন্মেছিল যত দালাল,
করেছিল মানুষকে অত্যাচার,
প্রাণভয়ে পালিয়েছে ওইসকল চাটুকার।
শহরে কিংবা গ্রামে জন্মেছিল যত চাদাঁবাজ,
দেখে দেখে সরকারি আর জনগণের মাল,
সবকিছু করে গেছে লুটপাট।
করেছে আত্মসাৎ আর সাধারণের জায়গা-জমি দখল,
ভেঙ্গে দিয়েছে প্রতিবাদকারীরই বাড়ি-ঘর।
ফ্যাসিবাদের সুবাধাভোগী নেতারা সব,
নিজেদের ভাবতো বিশাল ক্ষমতাধর।
তাইতো পতনটাও হয়েছে, ফেরাউনদেরই মতন।
ফ্যাসিবাদীরা ধর্মভীরুদের বানিয়েছিলে,জঙ্গী আর রাজাকার।
তাইতো জনমনে অনুভব জাগে, বিপ্লবই দরকার।
বায়ান্ন থেকে দুইহাজার আঠারো,
ছাত্রসমাজের পরাজয় দেখিনি কখনো।
কলম যাদের হাতে আছে,
প্রয়োজনে অস্ত্রও তারা তুলিতে জানে।
১৬ বছরে দেখিছি পিলখানা, দেখেছি শাপলা
মেরেছে শিশু,কেদেঁছে নারী
হাত কাঁপেনি ওদের একটুখানি।
তাইতো পতনের পর স্বৈরাচার,
জনতার ভয়ে দেশ ছেড়ে পালায়।
লেখক: মো. মাহিন ভূঁইয়া
সমাজবিজ্ঞান,ঢাকা কলেজ