যশোরের অভয়নগরে দিঘীরপাড় গ্রামে রহম ফকির (৮০) নামের এক বৃদ্ধের গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে।
এলাকা বাসী সূত্রে জানাযায় মঙ্গলবার (০১ নভেম্বর) অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের রহম ফকির ওরফে ভোলা রহম প্রতি দিনের মতো সকালে নিজ এলাকার রাঙ্গার হাট থেকে লেবু বিক্রয় করে বাড়ি ফিরে যায়। অতঃপর বাড়ির নিকটে নিজস্ব ভিটা জমিতে সরিষা বোনার জন্য যায় এবং তার স্ত্রী কেউ যেতে বলে।জমির পাশেই শিশুগাছের ডাল আওতা করাই সে গুলো কাটার জন্য কিছু উপরে উঠে ডাল কাটার সময় পা পিসলে মাটিতে পড়ে যায়। সেখানই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
৪ ঘন্টা ২২ মিনিট আগে
৪ ঘন্টা ২৪ মিনিট আগে
১৭ ঘন্টা ৪২ মিনিট আগে
১৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
২০ ঘন্টা ৪২ মিনিট আগে