ব্যাটারি চালিত অবৈধ রিকশা বন্ধে উৎপাদন ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্ট বন্ধ করা হবে সাতক্ষীরার কালিগঞ্জে চিংড়ি চাষে আধুনিক ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা লালপুরে বিএডিসির সেচ প্রকল্পে ভাগ্য খুলেছে কৃষকের।। ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শুধু পাঠদান নয়, তাদেরকে বড় হওয়ার স্বপ্ন দেখাতে হবে--এ্যাডঃ আসলাম মিয়া ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে বাকৃবি শিক্ষাথীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিভাগীয় শিক্ষার্থী সমিতির নেতৃত্বে লিমন-সৌরভ সাতক্ষীরায় মান্দারবাড়িয়া চরে বিএসএফ কর্তৃক পুশ ইন ৭৮ জন, উদ্ধার স্বজনদের কাছে হস্তান্তর জবিতে সেমিষ্টার ফাইনাল পরীক্ষা বন্ধ রেখে আন্দোলনের ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ নোয়াখালীতে ১৩ মামলার আসামি যুবলীগ কর্মিকে পিটিয়ে হত্যা, আটক ২ অসচ্ছল শিক্ষার্থীর পাশে জাবি ছাত্রদল নেতা হিরন বুধবার চট্টগ্রাম আসছেন প্রধান উপদেষ্টা সুন্দরবনের চরে পুশইন ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর, তিনজন কারাগারে ১১ মাস বয়সী শিশুর করুণ মৃত্যু: বালতির পানিতে পড়ে প্রাণ গেল মরিয়মের চকরিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আন্দোলনের নামে জবির মেডিক্যাল দখল শিক্ষার্থীদের শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদ উদ্ধার, পিকআপ আটক অনশনের ১৮ ঘন্টায়ও নেই প্রশাসনের সাড়া,অসুস্থ একাধিক শিক্ষার্থী নতুন বাজেটে বাস্তবভিত্তিক এডিপি গ্রহণ করা হবে: ড. সালেহউদ্দিন আহমেদ

অদম্য মেধাবী টুম্পা এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-10-2022 11:14:27 am

◾ সুখবর ও ইতিবাচক ডেস্ক


অদম্য মেধাবী নাসরিন জাহান টুম্পা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিশেবে নিয়োগ পেয়েছে। একই বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেক বিভাগের কৃতি শিক্ষার্থী তাঁর স্নাতকোত্তর পরীক্ষায় ৪.০ সিজিপিএ এর মধ্যে ৪.০ সিজিপিএ অর্জন করে চমকপ্রদ ফলাফল অর্জন করেছে।


যা বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক ইতিহাসে একটি বিরল ও অভূতপূর্ব রেকর্ড। দীর্ঘ প্রতীক্ষার পর টুম্পা তাঁর অনন্য সাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এণ্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক পদে চূড়ান্ত নিয়োগ পেয়েছে। 


এই সাফল্যের নেপথ্য কারণ হিশেবে টূম্পার সরল সাধারণ স্বীকারোক্তি, অধ্যবসায়,আত্মবিশ্বাস ও ধ্রুব লক্ষ্যই তার সাফল্যের মূলমন্ত্র। পাশাপাশি শিক্ষকদের আন্তরিক সহযোগিতা,পরিবারের অকুন্ঠ সমর্থন ও প্রেরণাকে টুম্পা অনুঘটক বলে মনে করে।


সাদিয়া নাসরিন টুম্পা,ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কলেজগেইট এলাকার মরহুম আব্দুস শুক্কুরের কনিষ্ঠা কন্যা। তিন ভাই ও চার বোনের মধ্যে টুম্প সবার ছোট। প্রয়াত বাবার স্বপ্ন ছিল মেয়ে একদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। বাবার সেই অমীয় প্রেরণায় বাবার স্বপ্নপূরণ করে মেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে ঠিকই, কিন্তু বিধিবাম। বাবা গত হয়েছে ঢের আগে,মেয়ের সেই সাফল্য দেখে যেতে পারেননি।


তাই বলে থেমে থাকেনি টুম্পা।এগিয়ে গেছে স্বপ্ন ছোঁয়ার অটল পণে। টুম্পা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রতিটি স্তরে কৃতিত্বের স্বাক্ষর রেখে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন থেকে গোল্ডেন এ প্লাস নিয়ে ২০১০ সালে বিজ্ঞানে এসএসসি পাশ করে। ২০১২ সালে গ্লোন্ডেন প্লাস'সহ উচ্চ মাধ্যমিক শেষ করে কক্সবাজার সরকারী কলেজ থেকে।পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এণ্ড বায়োটেকনোলজি বিভাগে ভর্তি হয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে।


বিরল ফলাফল অর্জনের পরেও কোন সুখবর না পাওয়াতে অনেকে বিদ্রুপ,শ্লেষ ও তীর্যক চাহনীতে ভ্রু কুঁচকালেও তার দৃঢ় আত্মাবিশ্বাসের কখনো আস্থা হারান। সেই অপ্রতিরোধ্য বিশ্বাসের মূল্যায়ন ও মর্যাদা তাকে তার অটল লক্ষ্য পৌঁছে দিয়েছে স্বপ্নবন্দরে।


সাধারণ এক মধ্যবিত্ত পরিবারেরই জন্ম তার, শৈশব কৈশোরও কেটেছে ওই পরিবারের মধ্যবিত্ত ঘরানার সংস্কৃতি ও মূল্যবোধে। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে তার প্রয়াত পিতা আবদুস শুক্কুর অন্য পাঁচ ছেলেমেয়েদেরকে টুম্পার মত সমান সুবিধা নিশ্চিত করতে প্রতিনিয়তই ভেঙেছেন মধ্যবিত্তের শেকল। স্বাদ আর সাধ্যের মাঝে একেঁছেন যতিচিহ্ন। মুজিব আদর্শবাদী চেতনা আর সাহস টুম্পার পিতাকেও যে কঠিন তাচ্ছিল্য ও অবজ্ঞার সনাতনী বাঙালি চরিত্রের ক্রুর দৃষ্টি বিক্ষত করেনি তা নয়। মহাসমুদ্রের সাথে যার গাটছড়া বাঁধা শিশিরে তাদের ভয় কিসে। সেই ব্রতই পালন করেছেন আমৃত্যু।


ছোটবেলা থেকে অনন্যসাধারণ মেধাবী টুম্পা পিতার অতন্দ্র স্নেহ মমতা আর ভালবাসাকেই পড়ালেখা, অধ্যবসায় আর সাফল্যের দৈবিক প্রেরণা বানিয়ে পাড়ি দিয়েছে বন্ধুর এই পথ। কাঁটা ছিল, কাঁটা আছে তবুও অমসৃণ সে পথে হেটেঁছে অবলীলায়। ধরা দিয়েছে অধরা সেই সাফল্য, পেয়েছে একজন অদম্য মেধাবী ও কৃতি শিক্ষার্থীর সর্বোচ্চ পুরস্কার। 


পাড়াগাঁ থেকে উঠা আসা টুম্পা মধ্যবিত্তের নিগড়ে হাপিত্যেশ আর স্বপ্নবাজীর মল্লযুদ্ধে এক বিজয়ী বীরাঙ্গনা। সমস্ত প্রতিকূলতা একাই লড়েছেন অসম এই সমরভূমে। মেধা, অধ্যবসায় আর অবিচল লক্ষ্য আজ টুম্পাকে পৌঁছে দিয়েছে তার স্বপ্নঠিকানায়। 

মেধা, আত্মবিশ্বাসের মূল্যায়ন করায় শ্রদ্ধা ও কৃতজ্ঞচিত্তে টুম্পা তার এক ফেসবুক পোস্টে লিখেছেন- 

"আমি খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা সাধারণ মেয়ে। কিন্তু আমি বিশ্বাস করি মানুষের অসীম ক্ষমতা ও সম্ভাবনায়। মাস্টার্সে যখন জিপিএ ৪.০ এর মধ্যে ৪.০ পেয়ে প্রথম স্থান অধিকার করলাম, তখন অনেকে বলেছিল এরকম রেকর্ড মার্কস পেয়েও দেশে নাকি মূল্যায়নের আশা করা যাবেনা, বিদেশ চলে যেতে হবে! আমি যাইনি। আমার বিশ্বাস ছিল বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলায় আমার মেধা ও যোগ্যতার মূল্যায়ন হবেই। আমার বিশ্বাসকে বাস্তব প্রমান করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডঃ শিরীন আকতার ম্যাডাম।"

অপ্রিয় হলেও সত্য,

কিছু পরশ্রীকাতর ও স্বার্থন্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত নেতিবাচক প্রচারণা টুম্পার এই সাফল্যকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা তাকে এবং তার পরিবারকে মানসিক আহত করেছে বলে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে তার ওই ফেসবুক পোস্টে। পরোক্ষভাবে টুম্পা সেই ব্যাখ্যা দেয়ার চেষ্টাও করেছেন। 


টুম্পার মতে, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত আমাদের পরিবার কখনই আদর্শের সাথে আপোষ করেনি, করবেও না। আমাদের বিশ্বাস যেমন ভালোবাসায় পূর্ণ তেমনি বিশ্বাসকে সংহত রাখতে আমরা কখনোই আপোষ করিনি।

টুম্পা তাদের প্রতি প্রশ্ন ছূড়ে দিয়ে বলেন, আমার যোগ্যতা, মেধা আর মতাদর্শের চেয়ে কি আমার আশেপাশের মানুষজন বেশী গুরত্বপূর্ণ? শত প্রতিবন্ধকতার মধ্যেও সোনার বাংলা গড়ার এই অভিযাত্রায় যুক্ত হওয়ার তীব্র ইচ্ছে আমার এবং আমার পরিবারের।


মুক্তিযুদ্ধের চেতনা ও মুল্যবোধে বেড়ে উঠা এবং বঙ্গবন্ধুর আদর্শ ও স্বজাত্যবোধে অনুপ্রাণিত টুম্পার কৃতিত্বে গর্বিত ও উচ্ছ্বসিত ঈদগাঁও উপজেলার সাধারণ মানুষ। ইতোমধ্যেই টুম্পাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে অসংখ্য সংগঠন ও ব্যক্তি।


যার মধ্যে রয়েছে, ঈদগাঁও উপজেলা আ'লীগের আহবায়ক ও সদর উপজেলার আ'লীগের সাবেক সভাপতি আবু তালেব,ঈদগাঁও ইউনিয়ন আ'লীগের সভাপতি তারেক আজিজ ও সাধারণ সম্পাদক রাশেদ উদ্দীন, সম্মিলিত নাগরিক ফোরাম ঈদগাঁও উপজেলা,ঈদগাঁও সাংস্কৃতিক একাডেমি, মিডল কক্স ইউনাইটেড, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাব,ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলন,ঊষা আর্টস ইনস্টিটিউট, জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর এর ফুলেশ্বরী আসর, মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ, ঈদগাঁও উপজেলা'সহ আরও অসংখ্য রাজনৈতিক, সামাজিক,পেশাজীবি, সাংস্কৃতিক সংগঠন। 


সোনার বাংলা বিনির্মানের দীপ্তশপথে শিক্ষক হিশেবে জাতি গঠনের অংশীদারিত্ব অর্জনের মাধ্যমেই টুম্পা তার আজন্ম লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সকল প্রতিবন্ধকতা,প্রতিকূলতা ও প্রতিহিংসা উতরে টুম্পা'রা এগিয়ে যাক অপ্রতিরোধ্য অগ্রযাত্রায়। 


আরও খবর