ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। রবিবার (২১ জানুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ঝালচত্ত্বরে এ ঘটনা ঘটে। বেলা ৩ টায় বিষয়টির সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদন করেছে আহত শিক্ষার্থীরা।
আহত শিক্ষার্থীরা হলেন, সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের রিয়াজ হোসেন, মাহমুদ হাসান উৎস এবং বাদশা হোসেন।
অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাঝারুল ইসলাম নাঈম, মারুফ আহম্মেদ, ইংরেজি ২০২০-২০ বিভাগের মাসুদ, বাংলা বিভাগের তৌহিদ তালুকদার, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের আহম্মেদ নিশান, ফলিত পুষ্টি ও প্রযুক্তি বিভাগের অলিউর ইসলাম। এছাড়জ অজ্ঞাত ১০-২৫ জনের নাম উল্লেখ করেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, 'অভিযোগ পেয়েছি। বিষয়টি খোঁজ নিব। অভিযোগ প্রমাণিত হলে কঠিন থেকে কঠিনতম শাস্তি পাবে অপরাধীরা।'
৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ দিন ৮ মিনিট আগে
৩ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ১৪ মিনিট আগে