/ সম্পাদকীয় ও কলাম
মাস্কের ব্যবহার নিশ্চিত করা জরুরি।

করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে থাকলে ও সম্প্রতি করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার দুটোই বেড়েছে। যা সত্যি খুব উদ্বেগজনক। কিন্তু জনগণ আদৌ কি স্বাস্থ্যবিধি মেনে চলছে? মূলত জনগণের অসচেতনতাই এর জন্য দায়ী। মাস্ক ব্যবহারের প্রতি দেশের মানুষের মধ্যে অনীহা তৈরি হয়েছে। মাস্ক ব্যবহার না করে তারা গলায় ও মুখে ঝুলিয়ে রাখে। যা দেখতে হাস্যকর মনে হলেও এটাই বাস্তবিক। মাস্ক ব্যবহার না করলে করোনা আক্রান্ত ব্যক্তি হতে যে কেউ করোনা ভাইরাসে সংক্রমিত হতে পারে যার প্রভাব আমরা লক্ষ্য করছি। স্বাস্থ্যবিধি না মেনে অনেকেই বাসার বাইরে বের হচ্ছে।রাস্তাঘাট,হাট-বাজার,গণপরিবহনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা,সামাজিক দূরত্ব বজায় রাখা প্রভৃতি বিষয়গুলো মানা হচ্ছে না। অথচ এসব বিষয়গুলো মানা উচিত সকলের। সংক্রমণ রোধে সরকার ১৮ দফা নির্দেশনা দিয়েছে এজন্য সরকারকে সাধুবাদ জানাই। করোনা ভাইরাস নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না। করোনা ভাইরাস সমন্ধে জনগণকে সচেতন করতে হবে। কারণ সচেতনতার বিকল্প কিছু নেই। সর্বত্র মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হোক। বিষয়টি অতীব জরুরি।
ফজলে রাব্বি
শিক্ষার্থী,সমাজবিজ্ঞান বিভাগ
ঢাকা কলেজ,ঢাকা।
Tag
Comments (0)