সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় নারী প্রকল্পের ফ্রিল্যান্সর প্রশিক্ষণ শেষে ল্যাবটপ বিতরণ নোয়াখালীতে ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার নোয়াখালীতে ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার উপকূলে জেলেদের জন্য ‘লাইফলাইন’ হতে পারে স্টারলিংক ইন্টারনেট ইতালি বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ করতে আগ্রহী : প্রধান উপদেষ্টাকে মাত্তেও ফের বাড়ল সোনার দাম, কাল থেকেই কার্যকর উর্দু ভাষায় পাকিস্তান মাতাবে সিয়ামের ‘জংলি’, চলছে ডাবিং কালীগঞ্জে কিশোরী উদ্ধারে এসে হামলার শিকার যশোরের তিন পুলিশ সদস্য ও এক গৃহবধূ মিরসরাইয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ছাত্র সমাবেশ গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর অবশেষে বদলি হলেন ৫ যুবককে হেনেস্তাকারী ইসলামপুর সার্কেলের সেই এএসপি বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল মধুপুরে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এখন আর বাদাম শব্দই উচ্চারণ করতে পারেন না সেই গায়ক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-05-2023 04:53:44 pm

সামাজিক যোগাযোগমাধ্যমের আশীর্বাদে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে জায়গা করে নেন ভুবন বাদ্যকর। বর্তমান জনপ্রিয়তা হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছেন এই ‘কাঁচাবাদাম’খ্যাত গানের গায়ক।


ভারতের বীরভূমের দুবরাজপুরের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর কাঁচাবাদামে গান গেয়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন।


‘কাঁচাবাদাম’ গানটি দিয়ে যার বদলৌতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ভাইরাল হয়েছিলেন, সেই ইউটিউবারকেই একটা সময় চিনতে পারতেন না তিনি। ছিল ছয়-ছয়জন অ্যাসিস্ট্যান্ট। যারা ফোন ধরতেন ভুবন বাদ্যকারের।


মাঝে অভিযোগ করেছিলেন চক্রান্তের শিকার হয়ে কর্মহীন হয়ে পড়েন এ শিল্পী। একটি শর্টফিল্মে অভিনয় করে বেশ ভালোই রোজগার করেন। তবে তা সাময়িক। এখন নেই আগের মতো জনপ্রিয়তা। রাতারাতি কোথায় হারিয়ে গেলেন তিনি।


খোঁজ নিতেই ভুবন বাদ্যকর স্বীকার করেন— তিনি ভুল করেছিলেন। নিজের ভেতরে অহংকার বাসা বেঁধেছিল। এখন আর কোনো অ্যাসিস্ট্যান্টও নেই।  


কয়েক মাস আগে প্রতারিত হওয়ার কথা জানিয়েছিলেন ভুবন। সেই সময় তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, গোপাল নামে এক ব্যক্তি তাকে তিন লাখ রুপি দিয়ে বলেন— তাদের চ্যানেলে ওই গান চালাবেন তিনি। এর পর কপি রাইটের বেড়াজালে পড়ে এই গানটি গাওয়া তো দূরে থাক, এখন কোনো গানে বাদাম শব্দই উচ্চারণ করতে পারেন না তিনি!


ভুবন এও জানান, তার কাছে যে কপিরাইট কিনে নেওয়া হচ্ছে তা তিনি বুঝতে পারেননি। কথা বলতে গিয়ে কেঁদেও ফেলেন তিনি। এমনকি এও জানান, গোপাল নামে ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলাও করেন ভুবন।


এখন সব ছেড়ে ঘর ভাড়া করে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। কিন্তু ফিরতে চান মানুষের মাঝে। আবারও সবার মনে জায়গা করতে মরিয়া। নিজেই জানিয়েছিলেন, তিনি নানা প্রান্ত থেকে টাকা পাচ্ছেন। অথচ একটা সময় সেই সব তথ্য অস্বীকার করেন তিনি। জানান তাকে নাকি কেউ কিছুই দেয়নি।


এই ইউটিউবারের সামনে সত্যি স্বীকার করে জানালেন, বেশ মোটা টাকাই পেয়েছিলেন তিনি ভক্তদের কাছ থেকে। যদিও আজ তার কিছুই নেই।


সূত্র: টিভি নাইন