আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১২ জনসহ মোট ৩৮৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের সময় শেষে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, মেয়র পদে ১২ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৯০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মেয়র পদে প্রার্থীরা হলেন—বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাকের পার্টির মো. রাজু আহম্মেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান।
এছাড়া স্বতন্ত্র থেকে আব্দুল্লাহ আল মামুন, মো. হারুন অর রশিদ, সরকার শাহনুর ইসলাম, মোহাম্মদ অলিউর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জায়েদা খাতুন ও মো. আবুল হোসেন মনোনয়ন দাখিল করেছেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন বাছাই ৩০ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ সময় ৪ মে, আপিল কর্তৃপক্ষ কর্তৃক আপিল নিষ্পত্তির শেষ সময় ৭ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে। প্রতীক বরাদ্দ ৯ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে।
১২ ঘন্টা ৯ মিনিট আগে
১৯ ঘন্টা ৪১ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ১৩ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ২ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ২ মিনিট আগে