মাদারীপুর জেলার শিবচরের কাদিরপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন রোববার(১৮ জুন) বিকেল ৪ টা পর্যন্ত জন প্রার্থীর মনোনয়নপত্র জমা হয়েছে।
শিবচর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,'উপজেলার কাদিরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং মাদবরের চর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সদস্য পদে আগামী ১৭ জুলাই উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার বিকেল ৪ টা পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আ.গাফফার মুন্সী সোহাগ, শাহ আলম তালুকদার চানমিয়া, মো.আজাদুল ইসলাম, আলাউদ্দিন মাতুব্বর, মো. আব্দুল জব্বার মিয়া, মো. সাজাদুল ইসলাম মানিক এবং আফরোজা বেগম মায়া। অন্যদিকে মাদবরচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্যপদে জলিল মোড়ল, মিনাত মোড়ল, আব্দুর রাজ্জাক মাদবর, লোকমান হোসেন এবং মোস্তাক খান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
১৯ জুন সোমবার মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ দিন। ২৫ জুন প্রার্থীতা প্রত্যাহার এবং ১৭ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএমএ কাদের জানান,' রোববার বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।'
৩২৮ দিন ৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৪৬৭ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪৭৯ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬৪০ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে
৬৭৭ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬৭৭ দিন ১৪ ঘন্টা ২ মিনিট আগে
৬৮৪ দিন ২২ ঘন্টা ১৪ মিনিট আগে
৮৪২ দিন ৯ ঘন্টা ১৪ মিনিট আগে