কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর চেকপোস্টে অভিযান চালিয়ে নারীর দেহে লুকানো ৬ হাজার ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় নারীসহ দুইজনকে আটক করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজাপালং ইউনিয়নের টিএনটি (গুচ্ছগ্রাম) এলাকায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পসংলগ্ন চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।
এপিবিএন জানায়, যৌথ বাহিনীর সদস্যরা নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ওই রাতে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালান। এসময় যাত্রী বিলকিস আক্তার (১৮)-এর দেহ তল্লাশি করে তার পোশাকের ভেতরে লুকানো তিনটি প্যাকেট থেকে মোট ৬ হাজার ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিলকিস স্বীকার করে, উদ্ধারকৃত ইয়াবাগুলো ইয়াকুব আলী (৪৩) নামের এক মোটরসাইকেল চালকের। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চেকপোস্টের কাছেই অবস্থানরত ইয়াকুবকে আটক করা হয়।
আটক বিলকিস বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী নারিজবুনিয়া এলাকার ইউসুফ আলীর মেয়ে এবং ইয়াকুব রংপুরের পীরগঞ্জ থানার কুতুবপুর এলাকার মহিউদ্দিনের ছেলে।
৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ, পিপিএম বলেন,“মাদকবিরোধী অভিযানে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সীমান্ত ও পার্বত্য এলাকায় সক্রিয় মাদক চক্রগুলোকে নিয়মিত অভিযান চালিয়ে আইনের আওতায় আনা হচ্ছে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
৪ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
১৬ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৯ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে
৩১ দিন ১৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩২ দিন ৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৬১ দিন ১১ ঘন্টা ৩২ মিনিট আগে
৭০ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে
৮৮ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে