কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে সাত রোহিঙ্গাকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ান। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত উখিয়ার জামতলী ও হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।
জানা যায়, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প গুলোতে অস্থিরতা বিরাজ করছে। প্রতিদিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে সাধারণ রোহিঙ্গারা বিক্ষোভ মিছিল করছেন।
ক্যাম্পের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেন। এ যৌথ অভিযানে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প-৩ জন ও হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪ জন আসামিকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে ৮ এপিবিএনের অধিনায়ক মোঃ আমির জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
৮ দিন ২২ ঘন্টা ৩০ মিনিট আগে
১৩ দিন ৩৪ মিনিট আগে
১৯ দিন ২৩ ঘন্টা ১০ মিনিট আগে
২৪ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৮ দিন ২ ঘন্টা ১৪ মিনিট আগে
২৯ দিন ২৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৩০ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে
৩১ দিন ২৩ ঘন্টা ৭ মিনিট আগে