মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মাখরামন বিল ও আশপাশের প্লাবিত এলাকায় উপজেলা মৎস্য অফিস ও থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ হাজার ৩শ' ৮০ মিটার (২ লাখ টাকার) অবৈধ রিং ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১ টায় উপজেলার দামিহা ইউনিয়নের মাখরামন বিল ও আশপাশের প্লাবিত এলাকায় অবৈধ রিং ও কারেন্ট জাল জব্দের অভিযান শুরু হয়ে দুপুর ১ টা ৩০ মিনিটে শেষ হয়। ইঞ্জিন চালিত ট্রলার দিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিতের নেতৃত্বে তাড়াইল থানা পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে ২৭ টি অবৈধ কারেন্ট জাল ও ৪২ টি রিং জাল জব্দ করে রাহেলা গ্রামের বিলের পাশে খোলা জায়গায় রাখা হয়। পরে দুপুর ২ টায় মৎস্য অফিসের কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত দৈনিক দেশচিত্রকে জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে মা মাছ রক্ষায় ও মাছের প্রজনন বৃদ্ধির সুযোগ সৃষ্টির জন্য এই অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ করা হয়। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
২৪৪ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
২৪৫ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৪৫ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে
২৪৫ দিন ১৯ ঘন্টা ২৫ মিনিট আগে
২৪৬ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে
২৯০ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে
২৯৪ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৯৪ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে