অতি জনপ্রিয় এখন টাঙ্গুয়ার হাওর
বর্ষাকালে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি হয়ে উঠে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর। সুন্দর বিশাল সুসজ্জিত হাউসবোটে করে অনেক সাচ্ছন্দ্যে উপভোগ করা যায় হাওরের বিশালতা। আর সাথে নিলাদ্রী লেক, যাদুকাটা নদী, সবুজে ঘেরা মেঘালয়ের পাহাড়, শিমুল বাগান, লাকমাছড়া, এসব অপরূপ সুন্দর জায়গাতো আছেই।
বিগত ৪/৫ বছর ধরে টাঙ্গুয়ার হাওর জনপ্রিয় হওয়া শুরু করেছে। ২০১৯ সাল পর্যন্ত টাঙ্গুয়ার হাওরে জনপ্রিয়তা ছিল স্ট্যান্ডার্ড এবং বাজেট ট্রিপকারীদের মধ্যে। কিন্তু ২০২০ থেকে টাঙ্গুয়ার হাওরের রূপে এসেছে আমূল পরিবর্তন। এখন শুধুমাত্র বাজেট ট্রাভেলার নয় - টাঙ্গুয়ার হাওরে এখন দেখা মেলে সব প্রিমিয়াম হাউসবোটের।
নৌকা তে থাকা, নৌকাতেই খাওয়া-দাওয়া, রান্নাবাড়া সেখানেই, ঘোরাফেরাও হয় এই নৌকা দিয়ে, এমনকি টয়লেটও নৌকার ভিতরে। এরকম ব্যতিক্রমধর্মী আয়োজন এর জন্য টাঙ্গুয়ার হাওর এখন হালের ক্রেজ।
পরিবার অথবা বন্ধুবান্ধব নিয়ে রিলাক্স ভাবে দুইটি দিন কাটানোর একটি পার্ফেক্ট রেক্রিয়েশন প্ল্যান এই টাঙ্গুয়ার হাওর,নীলাদ্রি লেক বারেকটিলা শিমুলবাগান ও জাদুকাটা নদী
৭২ দিন ২১ ঘন্টা ১৮ মিনিট আগে
১২৩ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে
১৬১ দিন ২০ ঘন্টা ৩১ মিনিট আগে
২৯৩ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪৭০ দিন ৬ ঘন্টা ১৩ মিনিট আগে
৪৯১ দিন ৫৯ মিনিট আগে
৫২০ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে
৫৫৭ দিন ২৩ ঘন্টা ৫১ মিনিট আগে