শনিবার (৫ আগষ্ট সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়।
জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, দোয়া অনুষ্ঠান, শেখ কামালের ছবিতে পুষ্প অর্পণ সহ অন্যান্য কর্মসূচি পালন করা হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী প্রমুখ।