বগুড়ার শেরপুরে পৌর আওয়ামী লীগের নেতা মর্তুজা কাওসার অভি নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার এমএম কার ওয়াশ এন্ড সার্ভসের পেছনে সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
নিহত অভি উপজেলার খন্দকার পাড়ার মৃত হোসাইন কাউসার ফুয়ার ছেলে।
জানা গেছে, ঘটনাস্থলে অভি মোটর সাইকেলের ওয়াশ রুমের সার্ভিসে মোটর সাইকেলে পরিষ্কার করতে দিয়ে দাড়িয়েছিলেন। এমন সময় কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রসহ হামলা করলে সে জীবন বাঁচানোর তাগিদে দৌড়ে পালিয়ে ওয়াশ রুমের পেছনে জঙ্গলের ভিতরে গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন জানান, সে পৌর আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির নেতা ছিলেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) আতাউর রহমান খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আভ্যন্তরীণ কোন্দলে এই হত্যাকান্ডের ঘটনা বলে জানতে পেরেছি। ঘটনার সাথে কারা জড়িত এই মুহুর্তে বলা যাচ্ছে না। লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেলের মর্গে রয়েছে। এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
৩ দিন ৫ ঘন্টা ২ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ৫১ মিনিট আগে
১১ দিন ১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪০ দিন ৬ ঘন্টা ১০ মিনিট আগে
৪৩ দিন ৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪৩ দিন ১৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৫ দিন ৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪৭ দিন ৯ ঘন্টা ৫০ মিনিট আগে