শেরপুরের ঝিনাইগাতীতে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড এর শুভ উদ্ধোধন করা হয়েছে। ১০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, বিজ্ঞান বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম। ওই সময় স্বাগত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফায়েজুর তারেক, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, থানার এসআই রাজীব ভৌমিকসহ অন্যান্যরা। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরীসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। বিকেলে কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান বক্তৃতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় ১৮টি স্টলের মাধ্যমে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয় প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ।
১৯ ঘন্টা ৩১ মিনিট আগে
২ দিন ১০ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ৮ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে