শেরপুর জেলার ঝিনাইগাতীতে শিক্ষার গুণগতমান বৃদ্ধিকল্পে প্রাথমিক বিদ্যালয়ের সভপতিদের দায়িত্ব কর্তব্য, পরিচালনা ও মনিটরিং বিষয়ক ৬ দিনব্যাপী প্রশিক্ষণ সামপ্তি হয়েছে। ২ নভেম্বর বুধবার থেকে ৭ নভেম্বর সোমবার পর্যন্ত উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ সমাপ্তি হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম। জানা যায়, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী জাইকা’র সহায়তায় ঝিনাইগাতী উপজেলার ১০৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিদের মধ্যে ২ দিন করে তিনটি ভাগে ৬দিন এ প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী, জাইকা’র প্রতিনিধি শাহিনা আক্তারসহ সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিগণ। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ। ওই সময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম বলেন, শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার হার কম থাকায় আমি এ উপজেলার শিক্ষার গুণগতমান বৃদ্ধিকল্পে এ প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছি।
২০ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ২ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৫ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে