সাতক্ষীরায় বিএসটিআই অনুমোদিত লাইসেন্স না থাকায় দুই ড্রিংকিং ওয়াটার মালিককে জরিমানা খুবিতে প্রফেসর দীপক কামাল মেমোরিয়াল স্কলারশিপ পেলন ১৬ শিক্ষার্থী মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অতুলনীয় - চট্টগ্রাম সিটি মেয়র আ. লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ১৬টি টাওয়ারসহ পাইপ ধ্বংস, ১টি ট্রাক ও ২টি মাহিন্দ্র জব্দ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার কাইয়ুমের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, অভিযোগ পদবঞ্চিত নেতাদের কৃষ্ণনগরে কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নিয়মিত ক্রু মিটিং বাস্তবায়ন করায় পুরস্কার পেলেন বাকৃবির রোভার স্কাউট লিডার প্রথমবারের মতো ইন্টার্নশিপ পেল বাকৃবির মাৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আশাশুনিতে অঙ্কনের মাধ্যমে প্রতিবন্ধীদের সম্পদ ও ঝুঁকি চিহ্নিত করণ কর্মশালা পীরগাছায় ভাবীর হোটেলে ১৯৯টাকায় পাওয়া যাবে একটি মোটরসাইকেল ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির লালপুরে তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি ও মিথ্যা মামলার ভয়।। চট্টগ্রাম বে টার্মিনালে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে -বিডা’র চেয়ারম্যান খাসিয়া হাওর সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিএসএফ-বিজিবি ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প শেরপুরে বিআরটিএ অফিসে দুদকের অভিযান শ্রীমঙ্গলে গঠনতন্ত্র লঙ্ঘন-স্বৈরাচারীতার ৮ম বর্ষপূর্তি উপলক্ষে অধিকার বঞ্চিত সাধারণ ব্যবসায়ীদের মানববন্ধন বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের যুগপৎ আন্দোলন কয়রায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বগুড়ায় বালু উত্তোলনের ইজারা বন্ধের দাবিতে মানববন্ধন

বগুড়ার সারিয়াকান্দিতে “ভূমি বাঁচাও, কৃষক বাঁচাও” শ্লোগানে বোহাইল ইউনিয়নের বোহাইল মৌজা হতে বালু উত্তোলনের ইজারা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বোহাইল ইউনিয়নের সচেতন জনগণ।

২রা জুন (সোমবার) বেলা ১১টায় স্থানীয়দের আয়োজনে উপজেলার বোহাইল ইউনিয়নের আওলাকান্দি নৌঘাটের সামনে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালিত হয়।
এ সময় স্থানীয় সমাজ সেবক ও ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় নদী ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর ও ফসলি জমি। নদী পাড়ের এসব গ্রামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অবিলম্বে বালু উত্তোলনের ইজারা বন্ধ ও যমুনা থেকে বালু তোলা বন্ধ করার দাবি জানিয়ে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বানও জানান তিনি।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দেখেছি এর আগে রাতের আধারে ড্রেজার মেশিন দিয়ে একটি মহল যমুনা নদী থেকে বালু উত্তোলন করেছে। এতে নদী তীরে ভাঙন দেখা দিয়েছিলো। অব্যাহত নদী ভাঙনে ঘরবাড়িসহ কৃষি জমি নদীগর্ভে চলে গেছে। এখনো ভাঙনের হুমকিতে রয়েছে এলাকার অসংখ্য বাড়িঘর। বোহাইল ইউপি’র বোহাইল মৌজার কিছু জমি চর জেগে ওঠায় পথে বসা ও ভূমিহীন কৃষকরা মাথা গোজার ঠাঁই করে  জমিতে ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করছি। এমন সময় কতিপয় লোক বর্ণিত জমির সংলগ্ন হতে যমুনা নদী থেকে বালু উত্তোলন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ-কে ভুল ধারনা দিয়ে ও ভুল তথ্য দিয়ে লীজ বন্দোবস্ত করার অপচেষ্টা করে আসছে। বর্ণিত জমি সংলগ্ন হতে বালু উত্তোলন হলে তাৎক্ষণিক ভাবে সম্পূর্ণ আবাদী জমি সহ ঘর-বাড়ী, মসজিদ, মাদ্রাসা পুনরায় যমুনা নদীতে বিলীন হয়ে যাবে। ফলে অসহায় সাধারণ কৃষক গৃহহারা হয়ে না খেলে পথে বসিবে। পাশা পাশি মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা ঘোষিত এক ইঞ্চি জায়গা খালি পড়ে থাকবেনা এর প্রতি ফলিত হবে না যাহা অবজ্ঞার সামিল।
মানববন্ধনে আরও বক্তব্য দেন আওলাকান্দি ইএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আ'লীগের সদস্য আলহাজ্ব আব্দুল হামিদ, বোহাইল ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক সোলায়মান মাষ্টার, সাবেক সভাপতি মজনু খা, বোহাইল ইউনিয়ন ৮নং ইউপি সদস্য সাইফুল ইসলাম, ৯নং ইউপি সদস্য জাকির হোসন বুলু, সাবেক ইউপি সদস্য ফরিদ মোল্লা প্রমুখ।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক এর সাথে কথা হলে তিনি জানান, মূলত বালুমহালের ইজারা জেলা পর্যায় থেকে হয়। এলাকাবাসী সরাসরি জেলা প্রশাসন বরাবর আবেদনও করতে পারবেন। এ বিষয়ে আমাকে এখনও অবগত করা হয়নি। তবে যদি তারা উপজেলা প্রশাসন বরাবর আবেদন করেন, সেক্ষেত্রে আমি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে সমাধানের চেষ্টা করবো। 

আরও খবর