বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক ১লা মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১লা মে ২০২৩, সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে র্যালী বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, পৌর মেয়র মতিউর রহমান মতি।
উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব বিপ্লব এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, সাবেক যুবলীগের সভাপতি আব্দুস সালাম।
এ সময় উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুর রহমান রুবেল, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি নুর নবী, সহ-সভাপতি সামিউল আলম, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ সহ শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৪ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ৫১ মিনিট আগে
৭ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৪৩ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৬১ দিন ১১ ঘন্টা ১০ মিনিট আগে
৬৩ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে
৬৯ দিন ১৭ ঘন্টা ৬ মিনিট আগে