ঝিনাইদহ আলোচিত অমিতাভ সাহা হত্যা কান্ডের সাথে জড়িত প্রধান আসামি রাজলুক ওরফে রাজুকে রবিবার রাতে মেহেরপুর জেলার ভারতীয় সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজলুক সদর উপজেলার হাটগোপালপুর এলাকার মুনাব্বর হোসেনের ছেলে।
১১/০৯/২০২৩ইং সোমবার বিকালে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ঝিনাইদহের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,
গত ৩ সেপ্টেম্বর শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকা থেকে অমিতাভ সাহার অর্ধগলিত বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী তিশা নন্দী বাদী হয়ে রাজলুক হোসেন ওরফে রাজুকে প্রধান আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ পরিপ্রেক্ষিতে পুলিশের একাধিক টিম হত্যার রহস্য উদঘাটন ও আসামীদের ধরতে অভিযান শুরু করে। সর্বশেষ গতকাল রাতে মেহেরপুরের ভারতীয় সীমান্ত থেকে আসামি রাজলুক ওরফে রাজুকে গ্রেফতার করা হয়।
তবে মামলার অধিকতর তদন্তের স্বার্থে হত্যার রহস্য এখন বলা যাচ্ছে না বলে জানান তিনি। আসামিকে আদালতে প্রেরন করা হবে। তারপর পুলিশশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে। আদালত রিমান্ড মঞ্জুর করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। ঝিনাইদহ সদর সার্কল মীর আবিদুর রহমান বলেন, প্রকৃত আসামী ছাড়া কাউকে হয়রানি করা হবে না। প্রকৃত ভাবে যারা হত্যার সাথে জড়িত তাদেরকেই গ্রেফতার করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান,
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা, জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।
১ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
২ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে
১১ দিন ১ ঘন্টা ৩৭ মিনিট আগে
২১ দিন ২৩ ঘন্টা ২৩ মিনিট আগে
২৩ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে