আদমদীঘিতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৬ অভয়নগরের কামকুল বাজারে সামান্য বৃষ্টিতেই জলবদ্ধতা, বেড়ে যায় জনদুর্ভোগ ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর বাকৃবির শিক্ষার্থীদের স্মারকলিপি ভিসি স্বাক্ষর না করায় তিনমাস আটকে আছে পরীক্ষা: ববি শিক্ষক গাইবান্ধা থেকে অপহৃত পল্লীচিকিৎসক তিনদিন পর বগুড়া থেকে উদ্ধার। সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সহযোগী অস্ত্র-গোলাবারুদসহ আটক সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় নারী প্রকল্পের ফ্রিল্যান্সর প্রশিক্ষণ শেষে ল্যাবটপ বিতরণ নোয়াখালীতে ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার নোয়াখালীতে ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার উপকূলে জেলেদের জন্য ‘লাইফলাইন’ হতে পারে স্টারলিংক ইন্টারনেট ইতালি বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ করতে আগ্রহী : প্রধান উপদেষ্টাকে মাত্তেও ফের বাড়ল সোনার দাম, কাল থেকেই কার্যকর উর্দু ভাষায় পাকিস্তান মাতাবে সিয়ামের ‘জংলি’, চলছে ডাবিং কালীগঞ্জে কিশোরী উদ্ধারে এসে হামলার শিকার যশোরের তিন পুলিশ সদস্য ও এক গৃহবধূ মিরসরাইয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ছাত্র সমাবেশ গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর অবশেষে বদলি হলেন ৫ যুবককে হেনেস্তাকারী ইসলামপুর সার্কেলের সেই এএসপি বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ

সিনিয়র সাংবাদিক আজহারুল ইসলাম সাদীকে হুমকি প্রদান

সিনিয়র সাংবাদিক আজহারুল ইসলাম সাদীকে হুমকি প্রদান




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সিনিয়র সাংবাদিক ও কবি সাহিত্যিক আজহারুল ইসলাম সাদী'র পাশ্ববর্তী বিতর্কিত জমি ক্রয় করে, চলাচলের পথ নিয়ে ব্যাপক হুমকি ধামকি দিয়ে চলেছেন, সাতক্ষীরা সদরের কুশাখালী ইউনিয়নের জামায়াত ইসলামী সমর্থীত সাবেক মেম্বার হায়দার আলী।

সোমবার (৬ মে) সকালে সাংবাদিক আজহারুল ইসলাম সাদীর যাতায়াতের পথে একাধিকবার টয়লেট এর পানি আশায় প্রতিবাদ করলে হায়দার আলীর ছেলে  সাতক্ষীরা সদর রেজিঃ অফিস'র সহকারী দলিল লেখক পান্না (২৩) আজহারুল ইসলাম সাদী ও তার স্ত্রী কে উদ্দেশ্য করে বলেন তোদের বাপের পথ না এটা? এটা আমার চাচা রবি ভেন্ডার এর পথ! অথচ এই পথটি সাংবাদিক আজহারুল ইসলাম সাদী'র পৈতৃক সম্পত্তি।

এপ্রসঙ্গে সাতক্ষীরা শহরের কাটিয়া মধ্য পাড়া নিবাসীরা জানান সাতক্ষীরা সদরের আড়ুয়াখালী গ্রামের এক মার্ডার কেসের আসামি এবং ২০১৩ সালের গাছ কাটা মামলার আসামি কুশখালী ইউনিয়নের সাবেক মেম্বার হায়দার মুহুরী বিতর্কিত ভাবে মধ্য কাটিয়া যে জমিটা রবি ভেন্ডার এর কাছ থেকে ক্রয় করেছেন, প্রকৃত পক্ষে সে জমিটা সাংবাদিক আজহারুল ইসলাম সাদী গং কে ১৯৯০ সালের পরবর্তী সময়ে রেজিঃ করে দেন তার পিতা রমজান ভেন্ডার, ১৯৯২ সাল থেকে সে জমিতে তার পিতা সাতক্ষীরা রেজিষ্ট্রি অফিস পাড়ার স্বনামধন্য ভেন্ডার রমজান আলী সহ আজহারুল ইসলাম সাদী স্বপরিবারে বসবাস করতে থাকেন।

সেখানে বসবাস করা কালীন বার্ধক্য জনিত কারণে ২০০৭ সালে মৃত্যু বরন করলে, পৌরসভার রাস্তা সংলগ্ন জমি থেকে জোর পূর্বক সেখানে বিল্ডিং করে দেয়ার প্রতিশ্রুতি এবং নানা কৌশল অবলম্বন করে পাশাপাশি জীর্ণশীর্ণ টিন ছাউনী দুটি কুঁড়ে ঘরে বসবাস করতে দেয় সৎ বড় ভাই রবি ভেন্ডার।

এরই মধ্যে গোপনে সাতক্ষীরা সদর রেজিঃ অফিস এর দলিল লেখক হায়দার আলী কে ম্যানেজ করে কম দামে আজহারুল ইসলাম সাদী র নামে রেজিষ্ট্রি কৃত এবং ১৫ বছরের বসবাসের জমিটা বিক্রয় করে দেয়। এ সময় চরম অসহায়ত্বের মুহূর্তে প্রতিবাদ করলে ও পার্শ্ববর্তী রবি ভেন্ডার এর একই দাগের জমি থেকে একটু ভিতরে ডবল জমি দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করতে থাকেন। সেখানে পুরাতন টালি ছাউনী ঘর সহ তিন কাঠা জমি দিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়।

কিন্তু আজ কাল করে মাস, এমনকি কয়েক বছর অতিবাহিত হলেও রবি ভেন্ডার প্রতিজ্ঞাবদ্ধ জমি তার সৎ ভাই সাংবাদিক আজহারুল ইসলাম সাদী কে দিতে টাল বাহানা করতে থাকেন। বলতে থাকেন জমি রেকর্ড মিউটেশন করে তার পরে দেব রেজিঃ করে। এরই মধ্যে আজহারুল ইসলাম সাদীর নামে যে তিন কাঠা জমি লিখে দেয়ার কথা সে জমি থেকেও কিছু জমি রবি ভেন্ডার সাতক্ষীরা সদরের বৈকারী এলাকার মাদক ব্যবসায়ী (ফেন্সিডিল) লিটন এর কাছে পাওয়ার দলিল করে দেন।

কিছু দিন পর সাংবাদিক আজহারুল ইসলাম সাদীর স্ত্রী, পুত্র, কন্যাসহ ৬ সদস্যের বসবাসের দুটি কুঁড়ে ঘর এর একটি ঘর জোর পূর্বক দখল করে বহিরাগতদের দখলে দেন, সে সময় আজহারুল ইসলাম সাদী সাতক্ষীরায় উপস্থিত না থাকায় এলাকায় সুধিমহল কাটিয়া ফাঁড়ির ইনচার্জ তৎকালীন মিজানুর রহমান কে অবহিত করেন এবং সাংবাদিক আজহারুল ইসলাম সাদীর স্ত্রী কে দিয়ে একটি অভিযোগ দায়ের করতে বলেন।

কিন্তু পরবর্তীতে পুলিশ প্রশাসন রবি ভেন্ডার এর পক্ষে থেকে নিরব ভূমিকা পালন করেন।

এলাকাবাসী ফাঁড়িতে গিয়ে প্রতিবাদ করলে ফাঁড়ির ইনচার্জ  মিজানুর রহমান বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে কয়েক দফা পর্যালোচনা করে জানান জীবন ভর আর্তমানবতার সেবায় নিয়োজিত নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে যাওয়া সাংবাদিক আজহারুল ইসলাম সাদী ভাই এর প্রতি অবিচার করা হয়েছে, তিন কাঠার পরিবর্তে ২ কাঠা জমি রেজিষ্ট্রি করে দিয়ে দুটি ঘর করে দিলে তার প্রতি দীর্ঘদিন অবিচারের কিছুটা প্রতিফলন হবে। উপস্থিত সকলের মতামত মেনে নেন আজহারুল ইসলাম সাদী।

কাটিয়া ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান সে সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছ থেকে সহি নিয়ে শান্তিপূর্ণ শালিশ মিমাংসার প্রতিবেদন তৈরি করেন। এরই মধ্যে বদলি হয়ে যান ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান।

পাশ্ববর্তীতে বিতর্কিত জমি ক্রয় করা ব্যাক্তিরা উল্টো সাংবাদিক আজহারুল ইসলাম সাদীর নামে তাদের কেনা জমি থেকে উচ্ছেদ এর মামলা দায়ের করেন।

এভাবে কয়েক বছর অতিকষ্টে বসবাস করতে থাকার এক পর্যায়ে রবি ভেন্ডার দেড় কাঠা জমি আজহারুল ইসলাম সাদী বরাবর দখল দেন। তার পরেও পশ্চিম প্রান্তে বিতর্কিত জমি ক্রেতা হায়দার মুহুরীর অত্যাচার এবং পুর্ব প্রান্তের বিতর্কিত জমি ক্রেতা লিটন গং রা দেড় কাঠা জমির সীমানা বরাবর ঠেলা ঠেলি করতে থাকেন।

সহজ সরল নম্র ভদ্র আজহারুল ইসলাম সাদীর স্বল্প পরিসরের জমিতে দু পাশ্ববর্তী বিতর্কিত ক্রেতারা প্রতিনিয়ত অতিষ্ট করে তুলতে থাকেন। এ রিপোর্ট সংগ্রহ মুহূর্তের এক পর্যায়ে সন্ধ্যায় বৈশাখী ঝড় উঠলে সিনিয়র সাংবাদিক আজহারুল ইসলাম সাদীর প্রতিবেশী নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নারী পুরুষ ও শিশুরা জানান রবি ভেন্ডার এবং আজহারুল ইসলাম সাদী র দু পাশ্ববর্তী বিতর্কিত জমি ক্রেতা হায়দার মুহুরী ও লিটন গং ব্যাপক অত্যাচার করে আসছেন।

তারই পরিপ্রেক্ষিতে হায়দার মুহুরী ও তার ছেলে পান্না আজহারুল ইসলাম ও তার স্ত্রীর সাথে বিতর্কের এক পর্যায়ে তার চলাচলের পথ নিয়ে তাকে বলেন এ পথ তোদের বাপের না? এ পথ রবি ভেন্ডার এর।

এক পর্যায়ে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে তারা চলে যান। প্রায় ত্রিশ বছর সংকটাপন্নের স্বীকার আজহারুল ইসলাম সাদী প্রতি অবিচার বন্ধ হোক এটা অত্রালাকার সচেতন মহলের কামনা।

Tag
আরও খবর



অবশেষে সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু

১ দিন ২ ঘন্টা ২৫ মিনিট আগে





সাতক্ষীরায় মহান মে দিবস পালিত

৫ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে