সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকরা। শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, কালিদাস রায়, শেখ শওকত হোসেন, ফরিদ হোসেন ময়না, হাফিজুর রহমান মাছুম, আকরামুল ইসলাম, রেজাউল ইসলামসহ আরও অনেকে। মানববন্ধন পরিচালনা করেন সাংবাদিক বেলাল হোসেন।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, টানা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরও এখন দেশে সুশাসন নেই। জামালপুর সাধুরপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহামুদুল আলম বাবুর নেতৃত্বে ৭১ টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সাংবাদিক হত্যার বিচার না হওয়ায় অপরাধীরা এখন বেপরোয়া।
সাংবাদিকরা আরও বলেন, অপরাধীদের কোন দল নেই। তাদের পরিচয় তারা অপরাধী। আমরা চাই এই আ.লীগ নেতাকে গ্রেফতারসহ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি।
মানববন্ধনে উপজেলার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
১০ ঘন্টা ১ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ৯ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ১১ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে