জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পিংনা ইউনিয়নে নাজমুল হক (২২) নামে এক যুবক যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে।আজ বৃহস্পতিবার ০১-০৬-২৩ ইং তারিখ সকাল ৬ ঘটিকায় পিংনা উত্তর পাড়া গ্রামে মৃত মোনছের ঘোশের স্ত্রী সহিতন (৭০) বেওয়া পালিত নাতি নাজমুল ভোর ৬ ঘটিকায় নদীতে গোসল করতে গেলে
দাদি সহিতন বেওয়া সাথে সেখানে যায়। গোসল করার এক ভুব দিয়ে শরীর মাজন করে আরেক ডুব দিয়ে প্রায় ৩/৪ মিনিট পর্যন্ত
অপেক্ষা করে উপরে না উঠে আসায় দাদির চিৎকারে এলাকার লোকজন জড়ো হয়ে প্রাথমিক ভাবে চেষ্টা করে ব্যর্থ হয়ে সরিষাবাড়ী ও জামালপুর ফায়ার সার্ভিসের ডুবরী দল খবর দিলে তারা এসে নিখোঁজের সন্ধ্যান চেষ্টা চালিয়ে যাচ্ছে।এ ঘটনায় এলাকায় ও স্বজনদের মাঝে আহাজারি চলছে। রিপোর্ট লেখা পর্যন্ত বেলা ১২ঘটিকা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায় নাই। ঘটনাস্থলে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শরওয়ার জাহান ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত রয়েছেন। ডুবরী দলের চেষ্টা অব্যাহত রয়েছে।
৫৬ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে
১৯৪ দিন ৪ ঘন্টা ৬ মিনিট আগে
১৯৭ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
২০৩ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
২০৪ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
২০৪ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে
২০৮ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে
২১৭ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে