জয়পুরহাটের পাঁচবিবিতে নিজ শয়ন ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সুমাইয়া আক্তার(২০) নামের এক সন্তানের জননী আত্মহত্যা করেছে।
আজ সোমবার (১২জুন) দুপুরে পাঁচবিবি পৌরসভাধীন নাকুরগাছী হঠাৎপাড়া মহল্লায় এ ঘটনাটি ঘটে। নিহত সুমাইয়া ঐ মহল্লার রশিদুল ইসলামের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুমাইয়ার শ্বশুর বাড়ীর লোকজনের সাথে পারিবারিক দ্বন্দ হওয়ার পর থেকে সুমাইয়া তিন বছরের কন্যা সন্তানকে নিয়ে মায়ের সাথে নাকুড়গাছীতে বসবাস করতেন। ঘটনার দিন (সোমবার ) দুপুরে খাওয়া দাওয়া করার পর সুমাইয়াকে বাড়ীতে রেখে তার মা নওদা গ্রামে যান। সেখান থেকে এসে দেখেন সুমাইয়া তার শয়ন ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে আছে। এসময় সে ওড়না কেটে মেয়েকে নামিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে দেখেন সে মৃত্যবরণ করেছে।
এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
৫ দিন ২৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৫ দিন ২৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৭ দিন ২৩ ঘন্টা ২২ মিনিট আগে
১৮ দিন ২৩ ঘন্টা ৪ মিনিট আগে
২০ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে
২২ দিন ২০ ঘন্টা ৪ মিনিট আগে
৩০ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
৩৮ দিন ১৯ ঘন্টা ৩৮ মিনিট আগে