গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন স্বর্ণের বার সহ পাচারকারী আটক;উদ্ধার ১০ পিছ ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিবে সরকার কিশোরগঞ্জে দেশীয় অস্ত্র্র ও বুলেটসহ ভুয়া ছাত্র সমন্বয়ক গ্রেফতার বাংলাদেশ মানবাধিকার কমিশন "মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে শীর্ষক আলোচনা সভা লালপুরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামী মনি সরদার গ্রেপ্তার কুড়িগ্রামের মইনুলের ভর্তির ব্যবস্থা করলো জবি ছাত্র শিবির পাগলা-বীরগাঁও রাস্তায় ভাঙন, চরম ভোগান্তির আশঙ্কায় জনসাধারণ নাগেশ্বরীতে নারীর পর্দা নিয়ে কটুক্তি সহকারী অধ্যাপক লাকীর, সোশ্যাল মিডিয়ায় ঝড়

জামেয়া সরাফাতিয়া এতিমখানা ম্যানেজিং কমিটির বিরুদ্ধে দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের জামেয়া সরাফাতিয়া এতিমখানা ম্যানেজিং কমিটির বিরুদ্ধে দূর্ণীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার মো: মাঈন উদ্দিন।

বৃহস্পতিবার বিকার ৪ টার সময় মুছাপুর ইঊনিয়নের জামেয়া সরাফাতিয়া এতিমখানা প্রাঙ্গণে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী'র লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করেন কোম্পানীগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার মো: মাঈন উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহছান উল্যাহ ভুট্রো,এতিমখানা ম্যানেজিং কমিটির সকল সদস্য,শিক্ষক,এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার মাঈন উদ্দিন বলেন তদন্ত শেষে সঠিক তথ্য জানা যাবে।

মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী গত ৫আগষ্ট জামেয়া সরাফাতিয়া এতিমখানা ম্যানেজিং কমিটির বিরুদ্ধে দূর্ণীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের বিরুদ্ধে নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা উপ পরিচালক জেলা সমাজ সেবা কার্যালয় বরাবরে লিখিত অভিযোগ করেন। 

অভিযোগ সূত্রে জানা যায় প্রায় ২০ বছর যাবৎ জামেয়া সরাফাতিয়া এতিমখানাা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নির্দিষ্টি কমিটি না থাকায় বিভিন্ন অনিয়ম, দূর্ণীতির মাধ্যমে মাদ্রাসা তহবিলের বিপুল অর্থ  আত্মসাৎ করিয়া আসিতেছে। সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করিয়া নিজেরাই বারবার কমিটিতে বহাল থেকে দূর্ণীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ নিজেদের ইচ্ছামত ব্যয়ের মাধ্যমে আত্মসাৎ করিতেছেন। স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারগনসহ আমাকেও কখনো কোন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ দেয় নাই। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শিক্ষার মানোন্নয়নে আমি একাধিকবার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করিলেও এতিমখানার পক্ষ থেকে দায়িত্বরত ব্যক্তিগণ কোন রকম সহযোগিতা করে নাই। দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার কারণে মাদ্রাসাটি বিগত বছর গুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিরুপ মনোভাবের সৃষ্টি করে।

আরও খবর